উঃ- ভারতের প্রাকৃতিক পরিবেশ (Physical Features of India) :-
এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতবর্ষ হল ত্রিভূজাকৃতি একটি বিশাল উপদ্বীপ। উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমে সুবিশাল পর্বতশ্রেণি এবং অপর তিনদিকে সমুদ্র দ্বারা ভারতবর্ষ : একটি পরিবেষ্টিত ভারত এশিয়া মহাদেশের অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন। অবিভক্ত ভারতের ভৌগোলিক সীমানা পূর্ব থেকে পশ্চিমে প্রায় ২,৫০০ মাইল এবং উত্তর থেকে দক্ষিণে ২,০০০ মাইল বিস্তৃত। এর মোট আয়তন হল ১,৮০০,০০০ বর্গ মাইল। এই বিশাল ভূখণ্ডের সীমারেখার মোট ৬০০০ মাইল পর্বত দ্বারা এবং ৫০০০ মাইল সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারত এক অসাধারণ দেশ। ইউরোপ থেকে রাশিয়াকে বাদ দিলে বা ব্রিটেনকে কুড়ি গুণ করলে যে আয়তন হয় অবিভক্ত ভারতবর্ষ আয়তনে তার চেয়েও বড়ো।
ভারতের ভূ-প্রকৃতিও মহাদেশের মতোই বৈচিত্র্যময়। মাউন্ট এভারেস্টের মতো সর্বোচ্চ গিরিশৃঙ্গ, চেরাপুঞ্জির মতো সর্বোচ্চ বারিপাতযুক্ত অঞ্চল, রাজস্থানের মতো সুবিশাল মরুভূমি ও বৃষ্টিপাতহীন এলাকা, দণ্ডকারণ্যের মতো গহন অরণ্য এবং সিন্ধু-গঙ্গা বিধৌত অঞ্চলের মতো উর্বর সমভূমি—সবই ভারতে বিদ্যমান। ভারতের মাটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন প্রকার জলবায়ু, নানা ধরনের লতা-গুল্ম এবং বিভিন্ন জনগোষ্ঠী ও ভাষার অস্তিত্ব লক্ষ করা যায়। মহাদেশ-সুলভ এই বিশালতা, প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ করে, প্রণ্ডিতেরা ভারতবর্ষকে ‘ক্ষুদ্রাকৃতি মহাদেশ” বা ‘উপমহাদেশ” আখ্যা দিয়েছেন। অঞ্চল। ডঃ ভিনসেন্ট আর্থার স্মিথ ( Dr. V. A. Smith ) অন্যান্য পণ্ডিতেরা এর সঙ্গে আরেকটি বিভাগ যোগ করেছেন - সুদূর দক্ষিণ অর্থাৎ তুঙ্গভদ্রা নদী থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত অঞ্চল ।
আধুনিক ভৌগোলিকরা ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে বিচার করে ভারতকে আধুনিক ভূ-প্রাকৃতিক পাঁচভাগে বিভক্ত করেছেন। রাজনৈতিক ইতিহাসের দিক থেকে এই বিভাগই যুক্তিযুক্ত। এই বিভাগগুলি হল:
(১) উত্তরের পার্বত্য অঞ্চল, (২) সিন্ধু- গঙ্গা- ব্রহ্মপুত্র উপত্যকা , (৩) মধ্য ভারতের মালভূমি , (৪) দক্ষিণ ভারতের মালভূমি এবং (৫) সুদূর দক্ষিণ ।
(১) উত্তরের পার্বত্য অঞ্চল :
ভারতের উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় বিশাল রক্ষাপ্রাচীরের মতো দণ্ডায়মান। ভারতের উত্তর- পশ্চিমে অবস্থিত পামীর মালভূমি থেকে উত্থিত হয়ে ২,৫৬০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩২০ কিলোমিটার প্রস্থবিশিষ্ট হিমালয় পর্বতমালা ক্রমশ অর্ধচন্দ্রাকারে উত্তর থেকে পূর্বদিকে। চলে গেছে। হিমালয় পর্বতমালা সুর্ভেদ্য প্রাচীরের মতো ভারতবর্ষকে চীন, তিব্বত ও ব্রহ্মদেশ থেকে বিচ্ছিন্ন করেছে।
আবার অন্যদিকে সুলেমান ও হিন্দুকুশ পর্বতমালা ভারতকে রাশিয়া, ইরান ও বেলুচিস্তান থেকে পৃথক করেছে। সুবিশাল ও দুর্লভয়া এই পর্বতমালার বুকেই আছে খাইবার, বোলান, গোমাল, বানিহাল, কুরাম, তোচি প্রভৃতি গিরিপথ। এই সব গিরিপথ ধরেই পারসিক, গ্রিক, কুষাণ, শক, হন, পহ্লব, তুর্কি, আফগান ও মোঙ্গলরা যুগ যুগ ধরে ভারতভূমির উপর আক্রমণ হেনেছে। এই পার্বত্য অঞ্চলের বুকেই কাশ্মীর, নেপাল, সিকিম, ভুটান প্রভৃতি স্থানগুলি অবস্থিত। পর্বতসমূল অঞ্চলে যোগাযোগের অসুবিধার কারণে ভারতের সমতলভূমির রাজনৈতিক ঝড় ঝঞ্জা এই অঞ্চলকে কোনও ভাবেই প্রভাবিত করতে পারেনি ।
(২) সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র উপতাকা :
হিমালয়ের পাদদেশের দক্ষিণ থেকে শুরু করে মধ্য ভারতের নালভূমি পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা নামে পরিচিত। সিন্ধু, রাজপুতানা, অবিভক্ত পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তর বিহার, পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশের বিশাল এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলটি উত্তর ভারতের সমভূমি নামেও পরিচিত। সমগ্র এলাকাটি পূর্ব-পশ্চিমে প্রায় ২৫০০ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে। প্রায় ২৪০ থেকে ৩২০ কিলোমিটার বিস্তৃত। এই অঞ্চলের উপর দিয়েই প্রবাহিত হয়েছে সিন্ধু, গঙ্গা, যমুনা, ব্রহ্মাপুত্র ও তাদের অসংখ্য শাখা-প্রশাখা।
নদী বিধৌত এই অঞ্চলটি খুবই উর্বর এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। নদীপথে যোগাযোগের সুবিধা থাকায় বাণিজ্যিক দিক থেকেও এই অঞ্চলটি খুবই সমৃদ্ধশালী। এই অঞ্চলের নদী-তীরবর্তী স্থানগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্রাচীন ভারতের বহু বিখ্যাত নগর, বন্দর ও সাম্রাজ্য। এই অঞ্চলের সম্পদের লোভেই স্মরণাতীত কাল থেকে বিদেশি আক্রমণকারীরা বারংবার ভারতের বুকে ঝাঁপিয়ে পড়েছে।
এই অঞ্চলেই সংঘটিত হয়েছে আর্য সভ্যতার বিকাশ, ধর্মীয় আন্দোলন এবং ভারত ইতিহাসের যুগান্তকারী বিভিন্ন যুদ্ধসমূহ। বহু সাম্রাজ্য ও সভ্যতার উত্থান ও পতনের পীঠভূমি হল এই অপাল |
(৩) মধ্য ভারতের মালভূমি :
ন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র উপতাকা থেকে বিচ্ছা পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তৃত এলাকা মধ্য ভারতের মালভূমি নামে পরিচিত। বিন্ধ্য পর্বতমালা
উত্তর ভারতকে দাক্ষিণাত্য থেকে বিচ্ছিন্ন করেছে। এই অঞ্চলের গ্রহন অরণ্য ও পার্বত্য অঞ্চল ভারতের আদিম অধিবাসী—কোল, ভীল, মুণ্ডা, সাঁওতাল প্রকৃতি আদিবাসীদের বাসস্থান। ছোটোনাগপুর, সাঁওতাল পরগণা প্রভৃতি স্থান এই অঞ্চলেই অবস্থিত।
(৪) দক্ষিণ ভারতের মালভূমি :
বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে কৃষ্ণা-তুঙ্গভদ্রা নদীর উত্তরের ভূ-ভাগ পর্যন্ত অঞ্চল দক্ষিণ ভারতের মালভূমি নামে পরিচিত। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রভৃতি রাজ্য এবং পশ্চিমঘাট পর্বতমালা এই মালভূমির অন্তভূক্ত। প্রাচীন যুগে এই অঞ্চলে রাষ্ট্রকূট, চালুক্য প্রভৃতি শক্তিশালী রাজ্যের উদ্ভব হয়। বিদ্ধ্য পর্বত উত্তরে আক্রমণকারীদের হাত থেকে দাক্ষিণ্যতাকে দীর্ঘদিন রক্ষা করেছে। মৌর্য ও গুপ্তরা এই অঞ্চলের উপর আধিপত্য স্থাপন করলেও তা স্থায়ী হয় নি। আলাউদ্দিন খলজি এই স্থান দখল করেছিলেন। মহম্মদ-বিন-তুঘলকের আমলে সুলতানি শাসনকে উপেক্ষা করে এখানে বিজয়নগর ও বাহমনি রাজ্যের উৎপত্তি ঘটে। এই অঞ্চলের প্রাকৃতিক দুর্গমতার জন্য শিবাজির পক্ষে ঔরঙ্গজেবের বিরুদ্ধে সফলতা অর্জন করা সম্ভব হয়েছিল।
(৫) সুদূর দক্ষিণ:
দাক্ষিণাত্যের মালভূমির দক্ষিণে অবস্থিত সমগ্র অঞ্চলটিই " সুদূর দক্ষিণ " নামে পরিচিত। কৃষ্ণা-তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ থেকে ভারত মহাসাগরের উপকূল পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত। উর্বর ও শস্য-শ্যামল এই অঞ্চলে উৎপন্ন হত মশলা, চন্দনকাঠ, অগুরু, গজদন্ত, মুক্তা প্রভৃতি মূল্যবান সামগ্রী। সমুদ্র উপকূলবর্তী এই অঞ্চলের অধিবাসীরা স্বাভাবিকভাবেই নৌবিদ্যায় পারদর্শী হওয়ায় প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে এই অঞ্চলের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কাবেরিপনন ও কোচিন ছিল এই অঞ্চলের বিখ্যাত বন্দর। প্রাচীনকালে এই অঞ্চলে চোল, চের, পাণ্ড্য, কেৱল প্রভৃতি রাজ্যগুলি গড়ে ওঠে। উত্তর ভারত থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় উত্তর ভারতের রাজন্যবর্গের পক্ষে এই অঞ্চলে স্থায়ী কোনও সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হয় নি। এর ফলে। এই স্থানটি হয়ে ওঠে তামিল সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র।
--------------------------
Ans :- Natural environment of India (Physical Features of India) :-
India is a large triangular peninsula located in the south of the Asian continent. India is surrounded by vast mountain ranges on the north, north-east and north-west and by the sea on the other three sides: India is a landlocked country isolated from the rest of the Asian continent. The geographical boundaries of undivided India extend about 2,500 miles from east to west and 2,000 miles from north to south. Its total area is 1,800,000 square miles. A total of 6000 miles of the border of this vast land is surrounded by mountains and 5000 miles by sea. India is a remarkable country in its vastness and natural diversity. If Russia is excluded from Europe or Britain multiplied by twenty, the area is larger than the area of undivided India.
India's topography is as diverse as the continent itself. Highest mountain peaks like Mount Everest, highest rainfall regions like Cherrapunji, vast deserts and rainless areas like Rajasthan, majestic forests like Dandakaranya and fertile plains like the Indus-Gangetic Delta region—all exist in India. Different types of natural environments, different types of climate, different types of vines and different peoples and languages can be observed in the soil of India. Noting this continent-like size, natural diversity and existence of various ethnic groups, scholars have termed India a 'miniature continent' or 'subcontinent'. region Dr. Vincent Arthur Smith (Dr. V. A. Smith) and other scholars have added another division to it - Far South i.e. the region from Tungabhadra River to Kumarika Antrip.
Modern geographers have divided India into five modern geo-natural regions judging by its geo-natural features. This division is logical from the point of view of political history. These categories are:
(1) Northern Highlands, (2) Indus-Ganga-Brahmaputra Valley, (3) Central Indian Plateau, (4) South Indian Plateau and (5) Far South.
(1) Northern Hill Region :
The Himalayas, the world's highest mountain range, stand like a giant protective wall to India's north-west, north and north-east. The Himalayan mountain range, 2,560 km long and 320 km wide, rises from the Pami plateau in north-west India, gradually forming a crescent from north to east. is gone The Himalayas separate India from China, Tibet and Brahmadesh like an impenetrable wall.
On the other hand, the Suleiman and Hindu Kush mountains separate India from Russia, Iran and Balochistan. There are passes like Khyber, Bolan, Gomal, Banihal, Kuram, Tochi etc. in the heart of this vast and rare mountain range. Persians, Greeks, Kushans, Shakas, Huns, Pahlavis, Turks, Afghans and Mongols attacked India through all these passes. Places like Kashmir, Nepal, Sikkim, Bhutan etc. are located in the heart of this mountain region. Due to the difficulty of communication in the mountainous region, the political storm of the plains of India could not affect the region in any way.
(2) Indus-Ganga-Brahmaputra Basin:
The region extending from the Himalayan foothills south to the plains of central India is known as the Indus-Ganga-Brahmaputra Valley. The region comprises large areas of Sindh, Rajputana, undivided Punjab, Uttar Pradesh, Uttar Bihar, West Bengal, Assam and Bangladesh. This region is also known as plains of North India. The entire area is about 2500 km in east-west and north-south. About 240 to 320 km wide. The Indus, Ganges, Yamuna, Brahmaputra and their numerous branches flow through this region.
This riverine region is very fertile and rich in natural resources. The region is also very prosperous commercially due to its riverine connectivity. Many famous cities, ports and empires of ancient India were built around the river-banks of this region. Since time immemorial, foreign invaders have repeatedly invaded India due to the greed of the region's resources.
It is in this region that the development of the Aryan civilization, religious movements and various wars that marked the turning point in Indian history took place. This abyss is the backdrop to the rise and fall of many empires and civilizations
(3) Plateau of Central India :
The area extending from the Ndhu-Ganga-Brahmaputra valley to the foothills of the Bichcha Mountains is known as the Central Indian Plateau. Vindhya Mountains
separated North India from the Deccan. The eclipsed forest and hilly terrain of this region is home to the indigenous people of India—the Kol, the Bhil, the Munda, the Santal. Places like Chotonagpur, Santal Pargana etc. are located in this region.
(4) Plateau of South India :
The region south of the Vindhya Mountains to the northern reaches of the Krishna-Tungavadra River is known as the South Indian Plateau. States like Maharashtra, Karnataka, Andhra and the Western Ghats are included in this plateau. In ancient times, powerful kingdoms such as Rashtrakuta, Chalukya etc. arose in this region. Vidhya Parbat has long protected Daksindom from invaders from the north. The Mauryas and Guptas dominated the region but it did not last. Alauddin Khalji occupied this place. During the reign of Muhammad-bin-Tughlaq, the Sultanate rule was ignored, and the kingdoms of Vijayanagara and Bahmani arose here. The natural inaccessibility of the region enabled Shivaji to succeed against Aurangzeb.
0 Comments