উঃ-ভারতবর্ষ নামকরণ (India-its Naming) :- 

আমাদের পরম প্রিয় মাতৃভূমি ‘ভারতবর্ষ' বিশ্বের এক প্রাচীনতম দেশ। ভারতবর্ষ বা ভারত বলতে ১৯৪৭-এর পূর্ববর্তী অবিভক্ত ভারত বা সমগ্র ভারতীয় উপমহাদেশকেই বোঝানো হয়েছে। এখানে সেই অখণ্ড ভারত বা একটি অখণ্ড রাজনৈতিক একক হিসেবে ভারতীয় উপমহাদেশের ইতিহাসই আলোচিত হয়েছে। প্রাচীন সাহিত্য রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণে ভারতকে ‘দেবভূমি’, ‘পুণ্যভূমি' বলে আখ্যায়িত করা হয়েছে। 

(১) বলা হয় যে, প্রাচীনকালে ভরত নামে এক রাজা এ দেশে রাজত্ব করতেন। তাঁর নাম থেকে এ দেশের নাম হয় 'ভারতবর্ষ' এবং ভারতবাসীকে বলা হয় 'ভারত-সন্ততি' বা ‘ভারতের সন্তান’। 

(২) 'বিষ্ণুপুরাণ-এ বলা হচ্ছে যে, যে দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। এখানে যাঁরা বাস করেন তাঁরা 'ভারতী' বা ‘ভারত সন্ততি' নামে পরিচিত। 

(৩) আধুনিক ঐতিহাসিক ডঃ রামশরণ শর্মা (Dr. R. S. Sharma) বলেন যে, ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবনের মনুষকে করা হয় 'ভরত-সন্ততি' (বা ভরতের উত্তর-পুরুষ)।

 (৪) প্রাচীন হিন্দু বিশ্বতত্ত্ববিদগণ cosmographers) সমগ্র পৃথিবীকে সাতটি মহাদ্বীপে বিভক্ত করেন। জম্বুবান হল। এই সপ্তদ্বীপের অন্যতম। জম্বুদ্বীপ অবার কয়েকটি দ্বীপ বা 'বর্ষ' নিয়ে গঠিত এবং এর মধ্যে একটি হল ভারত নামে ‘বর্ষ’। অশোকের শিলালিপি, বিভিন্ন বৌদ্ধগ্রন্থ, মহাভারত ও পুরাণে জম্বুদ্বীপের উল্লেখ পাওয়া যায়। মহাভারতের বর্ণনায় জম্বুদ্বীপ হল চারটি মহাদেশ-সূচক দ্বীপের একটি এবং এর একটি বর্ষ বা অংশের নাম ভারতবর্ষ। বিভিন্ন পুরাণেও জম্বুদ্বীপের এক বর্ষ হিসেবে ভারতবর্ষের নাম করা হয়েছে।

(৫) বিদেশিদের কাছে আমাদের দেশ ইণ্ডিয়া' নামে পরিচিত। এই নামটি সংস্কৃত ‘সিন্ধু’ থেকে উদ্ভূত। বিদেশিরা সিন্ধু নদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল এবং সিন্ধু নদের নাম অনুসারেই তারা দেশটির নামকরণ করে। প্রাচীন পারসিকরা ‘সিন্ধু’-কে উচ্চারণ করত 'হিন্দু'। এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় 'হিন্দু' এবং কালক্রমে এ দেশের নাম হয় 'হিন্দুস্তান’ বা হিন্দুদের বাসভূমি। গ্রিক ও রোমানরা ‘হিন্দু’-কে উচ্চারণ করত ‘ইন্দুস্’ (Indus) বলে। প্রাচীন এই ‘ইন্দুস্’ থেকেই আধুনিক ‘ইণ্ডিয়া' নামের উৎপত্তি ।  

সাহিত্যে ভারতবর্ষের পাঁচটি পৃথক বিভাগের উল্লেখ আছে। 

(২) মধ্যদেশ অর্থাৎ সরস্বতী নদীর প্রাচীন সাহিত্যে ভারতের ভৌগোলিক বিভাজন অববাহিকা অঞ্চল থেকে শুরু করে রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত গাঙ্গেয় সমতলভূমি। এই অঞ্চলের মধ্য দিয়েই গঙ্গা ও যমুনা দুটি প্রধান নদী প্রবাহিত। এই অঞ্চলই প্রাচীন কাল থেকে ‘আর্যাবর্ত নামে পরিচিত। 

(৩) প্রতীচ্য বা অপরাক্ত অর্থাৎ পশ্চিম ভারত। রাজপুতানা, গুজরাট প্রভৃতি এলাকা এই অঞ্চলের অন্তর্ভুক্ত। 

(৪) প্রাচ্য বা পূর্বদেশ বা পূর্ব ভারত। ‘মধ্যদেশ’ বা ‘আর্যাবর্তের পূর্বে বাংলা, বিহার এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

(৫) দক্ষিণাপথ, দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত-এর অবস্থান হল মধ্যদেশের দক্ষিণে। উপরিউক্ত বিভাজন ব্যতীত পুরাণে ভারতবর্ষকে দু'ভাগে ভাগ করা হয়েছে।

 আর্যাবর্ত ও দাক্ষিণাত্য 

(১) আর্যাবর্ত অর্থাৎ উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগ। 
(২) দাক্ষিণাত্যঅর্থাৎ তাপ্তি ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী


                            বঙ্গানুবাত

Ans- India-its Naming :- 

Our beloved motherland 'India' is one of the oldest countries in the world. India or India refers to pre-1947 undivided India or the entire Indian subcontinent. Here the history of Akhand Bharat or Indian subcontinent as an integral political unit is discussed. In ancient literature Ramayana, Mahabharata and various Puranas, India has been termed as 'Devabhumi', 'Punyabhumi'. 

(1) It is said that in ancient times a king named Bharata ruled this country. From his name the country got its name 'Bharat Varsha' and the people of India are called 'Bharat-Santati' or 'Sons of India'.

 (2) In the Vishnu Purana it is said that the country north of the ocean and south of the Himalayas is called India. Those who live here are known as 'Bharati' or 'Bharat Santati'.

 (3) Modern historian Dr. R. S. Sharma says that the country is named Bharatvarsha after an ancient tribe named Bharata and the people of Bharatavana are called 'Bharata-santati' (or descendants of Bharata). 

  (4) Ancient Hindu cosmographers (cosmographers) divided the whole earth into seven continents. Jambuban Hall. This is one of the seven islands. Jambudvip again consists of several islands or 'varshas' and one of them is the 'varsha' called Bharat. Jambudvipa is mentioned in Ashoka's inscriptions, various Buddhist texts, Mahabharata and Puranas. Jambudvipa is one of the four continent-indicative islands in the Mahabharata narrative and one of its varsas or parts is called Bharatvarsha. In various Puranas, India has been named as one of Jambudwip. 

(5) Our country is known as 'India' to foreigners. This name is derived from Sanskrit 'Sindhu'. Foreigners first met the Indians along the Indus River and named the country after the Indus River. Ancient Persians pronounced 'Sindhu' as 'Hindu'. From this, the common name of Indians in that era was 'Hindu' and over time the name of this country was 'Hindustan' or the home of Hindus. Greeks and Romans pronounced 'Hindu' as 'Indus'. The modern name 'India' originates from this ancient 'Indus'. Ancient literature mentions five separate divisions of India.

 

(1) Uttarapatha or Udichya i.e. North and North-West India.

(2) Madhyadesa i.e. the Gangetic plain extending from the basin region of India to the Rajmahal Hills in the ancient literature of the Saraswati River. Two major rivers Ganga and Yamuna flow through this region. This region is known as 'Aryavarta' since ancient times. 

(3) Pratichya or Aparakta i.e. West India. Areas like Rajputana, Gujarat etc. are included in this region. 

(4) East or East or East India. 'Madhyadesa' or 'Bengal before Aryavarta, Bihar is included in this region. 

(5) Dakshinapatha, Deccan or South India is located south of Madhya Pradesh. Apart from the above division India is divided into two parts in Puranas.

Aryavarta and Deccan 

(1) Aryavarta i.e. the region extending from the Himalayas in the north to the Narmada river in the south. 

(2) Deccan ie between Tapti and Krishna rivers