উঃ - ভারতের জনগোষ্ঠী (The Races in India): 

ভারতবর্ষ এক সুবিশাল এবং অতি প্রাচীন দেশ। সুদূর অতীতে ভারতে নব্য-প্রযুগ (New Stone Age) এবং তাম্রপ্রস্তর যুগের (Chaleolithic Age) মানুষরা জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল তা বলা কঠিন, তবে তাদের অধিকাংশ দেহেই যে দ্রাবিড় জাতির রক্ত প্রবাহিত ছিল, সে বিষয়ে কে সন্দেহ নেই। এরপর ভারতে আসে আর্য, পারসিক, গ্রিক, পহ্লব, শক, কুষাণ, হুন জা জাতির মানুষ। তারপর একে একে আসে আরব, তুর্কি, আফগান, মোঙ্গল, পর্তুগি ওলন্দাজ, ফরাসি, ইংরেজ এবং আরও বিভিন্ন জাতির মানুষ। এইভাবে যুগ যুগ ধরে ব বিদেশি জাতি ও উপজাতি ভারতে এসে ভারতীয় জনসমুদ্রে মিশে গিয়ে মহাজাতি' গঠন করেছে। তাই ভারতের জনগোষ্ঠীতে আজ আলাদা করে কোন জাতিগোষ্ঠীর সন্ধান পাওয়া সুন্নাহ। ডঃ ভিনসেন্ট স্মিথ তাই ভারতকে 'নৃতাত্ত্বিক যা ('ethnological museum) বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মহামানবের সাগর"।

নৃতাত্ত্বিকরা মানুষের মাথার খুলি, চোয়াল ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের গড়ন, উচ্চতা, গায়ের রঙ, চুল, ভাষা প্রভৃতি বিচার করে ভারতীয় জনগোষ্ঠীকে কয়েকটি বিভিন্ন গোষ্ঠী বিভক্ত করার