উত্তর:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত "পল্লীসমাজ" উপন্যাসের নায়ক রমেশ আলোচ্য উক্তিটি করেছে।
দীর্ঘকাল পরে রমেশ তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে কুঁয়াপুরে এসেছে। তার স্মৃতিতে গ্রামের স্মৃতি গুলি রোমান্থন করছিল। তা ছাড়াও অতীতের জগতের যে স্বপ্নময় পরিস্থিতি ছিল। বর্তমানে সমাজে তা আঘাতদেয়। রমেশ ভেবেছিল পল্লীসমাজ গ্রাম্য বাঙালি জাতিরকাছে এক মেরুদন্ড। গ্রাম্য সমাজ মানে সহজ সরল, ভাবনাপ্রবণ জীবন। সেখানে একে অপরের ব্যথায় সমব্যথী। পরস্পরের বিপদে হাত বাড়িয়ে দেয়। কিন্তু রমেশ তার মাতৃভূমিতে ফিরে এসে দেখে তার স্বপ্ন ভেঙে গেছে। গ্রাম্য পরিবেশের সেই সহজ, সরল, অনাড়ম্বর পূর্ণ জীবন আর নেই।
পরস্পর পরস্পরের মধ্যে চলে ঈর্ষা। যার পরিণতি হয় গ্রামের উন্নতিতে অবক্ষয়। সেখানে আর মিল বন্ধননেই। জাতপাতের ভেদাভেদ চলে এসেছে যার ফলে দ্বন্দ্ব, বিতন্ডা বাধে । গ্রাম্য প্রকৃতির মনুষ্যত্ব বোধটি হারিয়ে যেতে বসেছিল। নিজেদের মধ্যে মামলা করতে করতে তারা সর্বস্ব নিঃস্ব হয়ে পড়েছিল। পল্লী প্রকৃতির মানুষেরা অন্ধবিশ্বাস, কুসংস্কার ও অতীত আচার প্রথাকে মেনে চলাই তাবা ধৰ্ম বলে মানে। গ্রাম্য মানুষের ছিল না শিক্ষা সংস্কৃতি ছিল না রুচি সম্মতিবোধ, ছিল না তাদের চরিত্র শক্তিও। তাই নিজের গ্রামে প্রত্যাবর্তন করে যখন এইরূপ অবস্থা দেখে ছিল তখন রমেশ বলে- “হায়রে এই আমাদের গর্বের ধন।”।
উক্তিটি বিচারের যথার্থতা :
রমেশ ছিল তারিণী ঘোষালের ছেলে। রমেশ লেখাপড়ার জন্য প্রবাসে থাকত। পিতৃশ্রাদ্ধ উপলক্ষ্যে সে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে এসে সে দেখে গ্রামের নেতাদের নির্লজ্জরূপ। ঘোষাল বংশের সঙ্গে তারিণী ঘোষালের মনমানিল্য ছিল তাই রমেশ যখন গ্রামে ফিরে তখন পূর্ববিবাদের জের টেনে বেণী রমেশের সঙ্গে বিতন্ডা শুরু করে। যদু মুখুর্জ্যের মেয়ে রমা ও বাধ্য হয় বেণীর পক্ষ নিয়ে রমেশের বিরুদ্ধ যেতে। বেণী ছিল অসৎ প্রকৃতির লোক। সে মুখুৰ্জ্জকে দিয়ে ভৈরবের নামে সুদাসল করে এগারোশো ছাব্বিশ টাকা সাত আনা নিয়েছে। তার বাস্তুভিটে দখল করে নিলাম করেছে। এই সব ঘটনা শুনে রমেশ হতভম্ব হয়ে যায়।
বেণী ভৈরব আচার্য কে জব্দ করতে চেয়েছিল কারণ তারিণী ঘোষাল যখন বেঁচে ছিল, তখন ভৈরব আচার্য তারিণীর পক্ষে ছিল। এদিকে আবার রমা ছিল বেণীর পক্ষে তাই তারা ষড়যন্ত্র করে রমেশকে জব্দ করার জন্য গ্রামের বড়পুকুরে মাছের নায্য অংশ রমেশের প্রাপ্তি ছিল। কিন্তু তা তাকে দেওয়া হয়নি। এরূপ কার্য কলাপ করা সত্ত্বেও তারা থানায় অভিযোগ করে যে ভজুয়া মালিকের আদেশ অনুসারে বাড়ি গিয়ে মাছ আদায় করতে এসেছে। কিন্তু রমা ও বেণীর যুক্তিতে ভৈরব আচার্য সাক্ষ্য দিয়েছিল যে, ভজুয়া সেদিন রাত্রে তার সঙ্গে মেয়ের জন্য পাত্র দেখাতে গিয়ে ছিল। তা সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয়নি। এইরকম সাক্ষ্য দেওয়ায় বেণীর মাথায় টনক নড়ে যায়। তখন সে ভজুয়াকে সাক্ষী দেওয়ার অপরাধ তার মেয়ের বিয়ে বন্ধ করে দিবে তার হুমকি দেয় ৷
"পল্লীসমাজ" উপন্যাসের নায়ক রমেশ গ্রামের এইরূপ অবস্থা দেখে বুঝতে পারে নিজেদের স্বার্থ রক্ষার জন্য গ্রামের মাতব্বরা একে অপরের বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া গ্রাম্য সমাজে যে সুদখোর মহাজন আছে তারা নানাকারণে গরিব কৃষকদের সুদ আদায় করে, গ্রামের দুর্বলদের হেনস্তা করে থাকে। এইরকমই দুই জন ব্যক্তিত্ব এখানে আছে। তা হল বেণী ঘোষাল ও গোবিন্দ গাঙ্গুলী। জাতপাতের দ্বন্দ্ব, হিংসা বিতণ্ডা, প্রতিশোধের স্পৃহায় গ্রাম্য মানুষেরা প্রমত্ত হয়ে উঠেছিল। রমেশ নিজের জন্মভূমিতে ফিরে এসে গ্রামবাংলায় রূপটি দেখতে পায়নি। সে দেখেছিল গ্রামের মানুষদের মধ্যে হিংসা ও দলাদলির রূপ। যে গ্রাম নিয়ে সে গর্ব বোধ করত তা সে নিজের গ্রামে দেখতে পায়নি। এ প্রসঙ্গে সুবোধ সেনগুপ্ত বলেছেন - “রমেশ একটা আদর্শের প্রতীক মাত্র,- সে উচ্চশিক্ষা লাভ করিয়াছে, গ্রামে আসিয়া পল্লীসমাজের দৈন্য দূর করিতে চাহিয়াছে।” পরিশেষে বলা যায় আলোচ্য উক্তিটির যথার্থতা হয়েছে।
Alas, this is our proud treasure-Bangla, a pure, peaceful, and distinguished society.' In what context did the speaker make the statement? Judge the correctness of the statement.
Ans:- Ramesh Alochya, the hero of the novel 'Pallisamaj' written by Saratchandra Chattopadhyay, made the quote. After a long time, Ramesh came to Kunapur for his father's Shraddha ceremony. Memories of the village flashed through his mind. Apart from that, the dreamlike situation of the past world. It hurts the society today. Ramesh thought that rural society was the backbone of the rural Bengali nation. Village society means simple, thoughtful life. There are sympathizers in each other's pain. Raises hand in each other's danger. But Ramesh returns to his motherland and finds his dream shattered. The simple, simple, unpretentious life of the rural environment is no more.
Jealousy btween each other. The result of which is degradation in the development of the village. There are no more similarities. Caste differences have come, resulting in conflicts and disputes. The sense of humanity in rural nature was about to disappear. They were left destitute as they litigated among themselves. People of rural nature believe that following superstitions, superstitions and past customs is religion. The rural people had no education culture, no sense of taste, no strength of character. So when he returned to his village and saw such a situation, Ramesh said - "Alas, this is the treasure of our pride."
Correctness of the statement:
Ramesh was the son of Tarini Ghosal. Ramesh used to stay abroad for his studies. He returns to the village on the occasion of Pitrashraddha. Returning to the village, he saw the shameless face of the village leaders. Tarini Ghoshal had a crush on the Ghoshal clan, so when Ramesh returned to the village, Beni started a dispute with Ramesh over the previous dispute. Yadu Mukherjee's daughter Rama is also forced to take Beni's side against Ramesh. Beni was a dishonest person. He took eleven hundred and twenty-six takas and seven annas in the name of Bhairav by giving it to Mukherjee. His habitat was occupied and auctioned. Ramesh was shocked to hear all these incidents.
Beni wanted to seize Bhairav Acharya because when Tarini Ghoshal was alive, Bhairav Acharya was on Tarini's side. Meanwhile Rama was on Beni's side so they conspired to confiscate Ramesh's fair share of the fish in the village pond. But it was not given to him. Despite doing such work, they complained to the police station that Bhajua had come home to collect fish as per the order of the owner. But in the arguments of Rama and Beni, Bhairav Acharya testified that Bhajua had gone with him that night to show the pot for his daughter. However, he was not granted bail. Giving such a testimony made Beni's head tremble. He then threatens to stop his daughter's marriage for witnessing Bhajua
Ramesh, the hero of the novel 'Pallisamaj', sees this condition of the village and realizes that the elders of the village can cause danger to each other to protect their own interests. Moreover, the moneylenders who exist in the rural society collect interest from the poor farmers for various reasons and harass the weak in the village. There are two such personalities here. They are Beni Ghoshal and Govind Ganguly. Caste conflict, violence, revenge, the rural people became obsessed. Ramesh returned to his native land and did not see the form in rural Bengal. He saw violence and factionalism among the villagers. He could not see the village he was proud of in his own village. In this context, Subodh Sengupta said - "Ramesh is just a symbol of an ideal, - he has got higher education, he wants to come to the village and remove the poverty of the rural society." Finally, it can be said that the discussion has been correct.
0 Comments