"ইজ্জত "
"আশাপূর্ণা দেবী"

উত্তর : - আশাপূর্ণাদেবীর ইজ্জত গল্পে প্রধান নারী চরিত্র সুমিত্রা মনে মনে আলোচ্য উক্তিটি করেছে। বাসন্তীবালা গরীব মানুষ সে সারাদিন কাজ করে সংসার চালায়। তাই তার মনে হয়েছিল যে, রাতে যদি কাজ পায় তাহলে সে তার সংসারকে ভালোভাবে চালাতে পারবে। বাসন্তী সেইরকম একটি সুযোগ পেল বড়ো লোকের বাড়িতে দিনরাত খেটে অনেক টাকা বেশি পাওয়ার কাজ পেল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো তার মেয়েকে নিয়ে। মেয়েকে সে বাড়ি রেখে কিভাবে রাতে কাজ করতে যাবে। কারণ সে বস্তি এলাকায় থাকে। বস্তির সামাজিক পরিবেশ ভালো নয়। আবার বড়োলোকের বাড়িতেও জয়ীকে রাখতে রাজি হলো না। বাসন্তী তাই লোকের বাড়ি বাড়ি ঘুরে তার মেয়েকে আশ্রয়ের জন্য প্রার্থনা চাইলো। সে তার মেয়েকে নিয়েই বাড়ি বাড়ি ঘুরে ছিল। কিন্তু কারও মনেই মনুষ্যত্বের বোধ জেগে ওঠেনি। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে পড়ে। বাসন্তী ভাবে মেয়েকে যদি একা রাতে বাড়িতে রেখে যাওয়া হয়, তাহলে তার আর ইজ্জত থাকবে না। 

     কাজের সুবাদেই সুমিত্রা নামে এক গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয়। তাই তার কথা মনে করে তার বাড়ির দিকে যায়। বাসন্তী জানতো সুমিত্রা শিক্ষিত, সে তার মেয়ের ইজ্জত রক্ষার ব্যাপারটি বুঝতে পারবে। তাই সুমিত্রার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল। কিন্তু সুমিত্রার রূপ অসাধারণ তাই ভয়ে তাকে কেউ আশ্রয় দিতে চায় না। কারণ, কোনো বিপদে পড়বে এই ভেবে। সুমিত্রার মনে মানবিকতা বোধ থাকায় সে জয়ীকে রাখার প্রস্তাব গ্রহণ করে। সুমিত্রার মতে, বাসন্তী জয়ীকে নিয়ে আশ্রয় প্রার্থনা করলে মায়া উদ্রেকের জন্য যে অনুরোধ করতে গিয়েছিল তা দাবা চালের মতো কৌশল । অতীব সুন্দরী তাই ভয়েতে কেউ রাজি হয়নি বলে সুমিত্রা সেই দাবার চালে ভুল হয়েছে বলে মনে মনে ভাবে 豉

     বাসন্তীর মেয়ে জয়ীকে আগুনের খাপ্পা সঙ্গে তুলনা করা হয়েছে। সুমিত্রা বাসন্তীর মেয়ে জয়ীকে দেখে অবাক হয়ে যায়। তার রূপ লাবণ্য ছিল অসাধারণ। তার বয়স চৌদ্দ-পনেরো বছর হলেও যুবতার মতো আকার নিয়েছে। তাই তাকে সবাই রাখতে অসম্মতি জানায়। সুমিত্রা বুঝতে পারে যে, মাটির কলশির টুকরোতে আগুন রাখলে তাকে আগুনের খাপ্পা বলা হয়। বাসন্তীর মেয়ে জয়ীও সেই রূপ। পরবর্তীকালে সুমিত্রার স্বামী মহীতোষ যখন সমস্ত কথা শুনে, তখন খুবই ক্রুদ্ধ হয়ে যান। তখন সে ট্রাকে সাবধান করে দিয়ে বলে নিজের ওজন না বুঝে কাউকে কোনো ব্যাপারে কথা দেওয়া উচিত নয়। আরে

     হিন্দু সমাজে যেহেতু পুরুষই কর্তা তাই তার আদেশ ও অনুমতি নিয়ে কাজ করা উচিত। পরিবারে স্ত্রীর থেকে স্বামীর আধিপত্য বেশী। 

     স্বামীর মতামত না নিয়ে কোনো কিছু করতে পারে না। নারীদের সেই ক্ষমতা থাকে না যে কোনটা ভালো কোনটা খারাপ বিচার করা। এক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই জ্ঞানবুদ্ধির অধিকারি। স্ত্রীর স্বাধীন ইচ্ছা, মতামত, আত্মস্বাধীনতা 'ও মর্যাদাবোধ মধ্যবিত্ত শিক্ষিত পুরুষতান্ত্রিক সমাজে স্বীকৃতি লাভ করতে পারে না। তাই মহীতোষেরও ক্ষেত্রে এরূপ অবস্থা হয়েছে। মহীতোষ মানতে চায় না পরিবারের বাইরে নারীর মানবিক অনুভূতিবোধ ও সামাজিক দায়িত্ববোধ আছে।   

    বাসন্তীর মেয়েকে তার বাড়িতে থাকার ব্যবস্থার কথা বললে, মহীতোষের মনে নানা সন্দেহের আবির্ভাব হয়। তার ধারণা বস্তির এলাকার মানুষেরা ভালো নয়। তাদের আবার ইজ্জত কিছু আছে। তারা তো ছোটোলোক। সেখানকার ছেলেরা তো নোংরা ভাষা, নোংরা গালিগালাজ, চিৎকার চেঁচামেচি করবেই। তাই বাসন্তীকে নিয়ে মহীতোষ ভাবে তার কোনো বদ মতলব থাকতে পারে। কারণ, এইসব ঘরের মেয়েরা কোনোরূপ কারণ দেখিয়ে অর্থ আদায় করে। তাই বাসন্তীকে মহীতোষ বলে তার মেয়েকে রাখার দায়িত্ব নিতে পারবে না। এতে সুমিত্রা গভীর আর্তবেদনায় বিপর্যস্ত হয়। মহীতোষ অহংকারী, দাম্ভিক পুরুষ। তাই সে স্ত্রী কাছেও নিজের আধিপত্য খোয়াতে চান না। স্বামীর উন্নত

Answer :- In the story of Ashapurnadevi's Ijjat, the main female character, Sumitra, made the following quote. Basantibala is a poor man who runs the family by working all day. So he felt that if he gets a job at night then he can manage his family well. Basanti got such an opportunity to work day and night in a big man's house to earn a lot of money. But there was a problem with his daughter. How can he leave his daughter at home and go to work at night? Because he lives in a slum area. The social environment of the slum is not good. Again they did not agree to keep the winner in Barolok's house. Vasanti therefore went from house to house asking for prayers for her daughter's shelter. He was traveling from house to house with his daughter. But the sense of humanity did not arise in anyone's mind. At last he was disappointed. According to Basanti, if a girl is left alone at home at night, she will have no dignity.

      Through work, he met a housewife named Sumitra. So he goes towards his house remembering his words. Basanti knew that Sumitra was educated, she would understand the matter of protecting her daughter's honor. So went to Sumitra for shelter. But Sumitra's form is extraordinary so no one wants to shelter her out of fear. Because, thinking that it will be in danger. As Sumitra has a sense of humanity in her heart, she accepts the offer to keep Joy. According to Sumitra, Maya's pleading for Udrek when Basanti seeks refuge with Jaya is a chess move. Sumitra thought to herself that the chess move was wrong because she was so beautiful that no one agreed.

      Basanti's daughter Jayi is compared to Agun Khappa. Sumitra is surprised to see Basanti's daughter Jayi. Her beauty was extraordinary. Although he is fourteen-fifteen years old, he has the shape of a youth. So everyone refused to keep him. Sumitra realizes that putting fire in a piece of earthen pot is called fire khappa. Basanti's daughter Jayi is also that form. Later when Sumitra's husband Mahitosh hears everything, he gets very angry. Then he warns the truck and says that one should not talk about anything without understanding his own weight. hey

      In Hindu society, since the male is the master, he should act with his orders and permission. In the family, the husband is more dominant than the wife. Can't do anything without taking husband's opinion. Women do not have the ability to judge what is good and what is bad. In this case only men possess knowledge. A wife's free will, opinion, independence and dignity cannot be recognized in a middle-class educated patriarchal society. So the same happened in the case of Mahitosh. Mahitosh does not want to accept that women have human feelings and social responsibility outside the family.

    When talking about the arrangement of Basanti's daughter staying in his house, Mahitosh has doubts. He thinks that the people of the slum area are not good. They have some dignity again. They are small people. The boys there will use dirty language, dirty abuse, shout and scream. So Mahitosh might have some bad intentions towards Basanti. Because, the girls of these houses extort money by showing some reason. So Basanti says Mahitosh cannot take the responsibility of keeping his daughter. Sumitra was deeply distressed by this. Mahitosha is an arrogant, pretentious man. So he does not want to lose his dominance even to his wife. Husband is better