৩। বনমালী পাড়ুই :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘পল্লীসমাজ' উপন্যাসে বনমালী পাড়ুই এক উল্লেখযোগ্য চরিত্র৷ বনমালী পাড়ুই ছিলেন একজন প্রধান শিক্ষক। কুঁয়াপুর গ্রামে একটি ছোট স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল ঘোষাল ও মুখুর্য্যের অনুরোধে বনমালী সেই স্কুলেরই শিক্ষক ছিলেন।
‘পল্লীসমাজ’একটি উপন্যাস। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রামীণ সমাজের শিক্ষাব্যবস্থার চিত্র তুলে ধরেছেন এই উপন্যাসে। গ্রামীণ সমাজে জমিদারের এবং গ্রামের মাতব্বরদের অত্যাচার ও শোষণে গ্রামবাসীরা অতিষ্ঠি হত। বনমালী পাড়ুই এর বক্তব্য অনুযায়ী বোঝা যায় গ্রামীণ সমাজে শিক্ষাব্যবস্থা ও শিক্ষকরাও জমিদারী কবল থেকে রক্ষা পেত না। গ্রামের যে সমাজ কর্তা বেণী ঘোষাল তাঁর নিম্ন মানসিকতা, স্কুলের ভগ্নদশা মেরামতের কোনো ঠিক ঠিকানা নেই, গ্রামের জমিদার ও মাতব্বরা নিজেদের ইচ্ছা আকাঙ্খা পূরণের জন্য শিক্ষকদের প্রাপ্ত বেতন থেকে টাকা কেটে নেয়। এমনকি শিক্ষকদের অনেক সময় বেতনও দেওয়া হত না। কুঁয়াপুর গ্রামে জমিদার যদু মুখুর্য্যে মারা যাওয়ার পর তাঁর নাবালক ছেলে যতীন জমিদারী পরিচালনা করতে পারবে না তাই রমা তার অভিভাবক রূপে জমিদারী পরিচালনার দায়িত্ব নেন। তারপর-ই রমা শিক্ষা ব্যবস্থার দিকে দৃষ্টি দেন এবং শিক্ষার ক্ষেত্রে সাহায্যের ব্যাপারটিও তুলে ধরেন তবে সেই যুগেও গ্রামীণ শিক্ষাব্যবস্থার প্রমাণ রূপে রমার চরিত্রকে উপন্যাসে তুলে ধরেছেন।
3. Vanmali Padui :- Banamali Padu is a significant character in the novel 'Palli Samaj' written by Saratchandra Chattopadhyay. Banamali Padui was a head teacher. A small school was established in Kunapur village at the request of Ghoshal and Mukhurya, Banmali was the teacher of that school.
'Pallisamaaj' is a novel. Novelist Saratchandra Chattopadhyay has depicted the education system of rural society in this novel. In the rural society, the villagers were subjected to oppression and exploitation by the zamindar and the village matbars. According to the statement of Banmali Padui, it can be understood that the education system and teachers in the rural society were not saved from the zamindari grip. Beni Ghoshal, the community leader of the village, has a low mentality, there is no proper address to repair the broken school, the village landlords and matabras deduct money from the teachers' salaries to fulfill their own desires. Even teachers were often not paid. After the death of the zamindar Jadu Mukhurya in Kunapur village, his minor son Jatin is unable to manage the zamindari, so Rama takes over the management of the zamindari as his guardian. Rama then looks at the education system and also highlights the issue of aid in education but the novel also presents Rama's character as a proof of the rural education system in that era.
৪। বেণী ঘোষাল :- ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লীসমাজ' উপন্যাসে অন্যতম খল চরিত্র হলো বেণী ঘোষাল । ঘোষাল এমনই একজন মানুষ ছিলেন যিনি সর্বদাই অপরের অনিষ্টসাধনে সর্বদাই চক্রান্তকারী। বেণী ঘোষাল ছিলেন ঘোষাল বংশের বড়ো তরফের প্রজাপীড়ক জমিদার। অপরদিকে তিনি একজন মহাজনও ছিলেন। ঘোষাল বংশের ছোটো তরফ তারিণী ঘোষালের ভাইপো ছিলেন বেণী। খুড়ো-ভাইপোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দশ বছর ধরে তাদের মুখ দেখাদেখিও ছিল না। তারিণী ঘোষালের মৃত্যুতে বেণী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু তারিণীর __মৃত্যুর পরও বেণীর মধ্যে হিংসার ক্ষোভ বিন্দুমাত্রও কমেনি। তিনি তাঁর নিজের স্বার্থের জন্য কুঁয়াপুর গ্রামের লোকজনকে দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে মামলা রজু করিয়ে দেয়। গ্রামের লোকজনকে টাকা ধার দেয় এবং চড়া হারে সুদ আদায় করে। আর অতিরিক্ত সুদের টাকা দিয়ে মামলার খরচ চালায়। আর যারা সুদাসল চালাতে পারত না তখন তাদের ভিটেমাটি টুকুও ছেড়ে দিতে হত। সে গ্রামের গরিব চাষি থেকে শুরু করে হত দরিদ্র মানুষের ওপর নির্মম অত্যাচার করতে দ্বিধাবোধ করত না। বেণী ঘোষালকে সমাজতান্ত্রিক ব্যবস্থার একজন শাসক বলা যেতে পারে। বেণী ঘোষালের চরিত্র পল্লীসমাজকে কালিমালিপ্ত করে তোলে।
4. Beni Ghoshal:- Beni Ghoshal is one of the villains in the novel 'Palli Samaj' by the novelist Saratchandra Chattopadhyay. Ghoshal was a man who was always plotting to do harm to others. Beni Ghoshal was a prominent landlord of the Ghoshal clan. On the other hand he was also a moneylender. Beni was the nephew of Tarini Ghoshal from the younger side of the Ghoshal family. Has no relationship with Khuro-Vipo. They had not seen each other for ten years. Beni breathed a sigh of relief at Tarini Ghosal's death. But even after the death of Tarini, Beni's rage of violence did not decrease at all. For his own interest, he filed a case against the people of Kuyapur village citing various reasons. Lends money to villagers and charges exorbitant interest. And the additional interest money is used to cover the cost of the case. And those who could not run Sudasal then had to give up their land. He did not hesitate to brutally torture the poor people starting from the poor farmers of the village. Beni Ghoshal can be called a ruler of socialist system. Beni Ghosal's character tarnishes rural society.
0 Comments