উত্তর:- আশাপূর্ণাদেবীর 'ইজ্জত' ছোটোগল্পের আরেকটি প্রধান চরিত্র হলো সুমিত্রা। সুমিত্রা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের গৃহবধূ। লেখিকার সুমিত্রার চরিত্রের মধ্যে দিয়ে পুরুষাশিত মধ্যবিত্ত সমাজে নারীর অবস্থান সম্বন্ধে দৃষ্টি দিয়েছেন। শিক্ষিত পরিবারের গৃহবধূ সুমিত্রা। তার হৃদয়ে ছিল মানবিকতা ।
তাই বস্তির ছোটোলোকের মেয়ে জেনেও সুমিত্রা বাসন্তীর মেয়েকে রাখতে রাজি হয়। বাসন্তী চারমাস আগে কাজের সুবাদে সুমিত্রার সঙ্গে পরিচয় করে। তার আচার ব্যবহার দেখে তাকে ভালো মানুষ বলে মনে হয়েছিল। তাই তার বাড়িতে গিয়েছিল তার মেয়ের আশ্রয়ের জন্য। বাসন্তী তার মেয়েকে সুমিত্রার বাড়ি নিয়ে যাওয়ায় সে দেখে যে তার মেয়ে নম্র ও ভদ্র। কিন্তু কেউ আশ্রয় দেয়নি তার মেয়েকে আগুনের খাপ্পা ভেবে। এই কথা সুমিত্ৰা ভাবে।
সুমিত্রা সৌন্দর্যের পূজারি। তাই তার মেয়েকে দেখে সে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখবে বলে ভেবে নেয়। তার নিজের লালফুলের পেঁজা জর্জেট বা নীল রং-এর শাড়ি বা ন্যাতানো ছাপা শাড়ি তাকে পড়িয়ে রাখবে। জয়ীর মতো সুন্দরী মেয়ে বস্তিতে পরে আছে ভেবে সুমিত্রার খুব মায়া জাগে। আবার সুমিত্রা এও ভাবে সুন্দরী মেয়েকে সাজালে সে আরও সুন্দরী হয়ে ওঠবে। তাতে আরও বিপদ ঘটতে পারে। সুমিত্রা সমাজ ও নিজের পরিবারের অবস্থান সম্পর্কে সচেতন নয়। তাও সে কথা দেয় তার মেয়েকে রাখবে। কিন্তু এই বলে, দাদাবাবু আসলে তাকে জিজ্ঞাসা করা না পর্যন্ত আমি সম্পূর্ণ কথা দিতে পারবো না । এই সুন্দরী মেয়ে বস্তিতে থাকলে, বস্তির ছেলেরা তার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করবে। এতে সুমিত্রার মানসিকতায় একটি আঘাত লাগে । সে ভাবে একটু চেষ্টা করলে হয়তো ঐ সুন্দরী মেয়েটাকে সাপের গ্রাস থেকে বাঁচানো যাবে। সুমিত্রা বাসন্তীকে একটি হলেও আশ্বস্তি করে। তাই বাসন্তী সুমিত্রাকে ‘সাক্ষাৎ ভগবতী’ বলে অভিহিত করে। সুমিত্রা তার স্বামীকে না জেনে কথা দেওয়ায় তাদের দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায়। সুমিত্রা তার স্বামীকে বোঝায় যে, ‘মেয়েটাকে নেকড়ের মুখে ফেলতে পারবে না'। জগতে এরকম অনেক ঘটনায় ঘটছে। কিন্তু বাসন্তী যেহেতু সাহায্যে জন্য এসেছে তাই তাকে সাহায্য করাটাই উচিত।
কিন্তু মহীতোষ এই ব্যাপারটাকে সোজাভাবে ভাবতে পারেনি। সে ভেবে ছিল বস্তির ছোটোলোক মেয়ে তাদের উপর কলঙ্ক চাপিয়ে টাকা আদায় করবে। আবার বলে বাসন্তীর মেয়েকে যখন একা রাখতে অসুবিধা তখন তার কাজে বেরানোর দরকার কী? একটা ঝিয়ের মেয়ের বিয়ের জন্য কতটাকাই বা দরকার, যে টাকার জন্য কাজ করতে হবে। বাসন্তী গরীব হওয়ায় গরীবের প্রতি যে এত অবজ্ঞা সুমিত্রা তা অসহ্য বলে মনে করে। সুমিত্রা তার স্বামীকে ব্যঙ্গ করতেও ছাড়ে না। সে বলে, বাসনমাজা ঝিয়ের কাছে সংসারে কোনো ক্ষমতাই তার নেই। এই উক্তির মাধ্যমে মহীতোষকে অবহেলার কথা বোঝায়। সুমিত্রা বলে বাসন্তী যদি বস্তিতে ভালোকরে খোঁজ করে, তাহলে দেখতে পাবে বস্তির মধ্যে মহীতোষের চেয়ে অনেক ভালো লোক আছে। তাদের অনেক বেশী মনুষ্যত্ব আছে। সুমিত্রা বাসন্তীর মেয়েকে রাখার জন্য যে অপমানিত হয়েছিল তাতে সে বুঝতে পেরেছিল পায়ের নীচে শক্তমাটি তার নেই। তার নিজস্ব স্বাধীনতা বলে কিছুই নেই ৷ পুরুষাশিত সমাজে পুরুষের হাতেই সব ক্ষমতা অর্পিত হয়।
সুমিত্রা বাসন্তীকে কথা দিয়েও কথার খেলাপ করায় সে মনের দিক থেকে আঘাত পায় ৷ সে নিজেকে মনে করে মধ্যবিত্ত সংসারের পরাধীনতার নাগপাশে বন্দিনী এক নারী। এই পুরুষাশিত সমাজে নারীরা কিভাবে লাঞ্ছিত হয় তা সুমিত্রার চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠে।
Answer:- Sumitra is another main character in Ashapurnadevi's short story 'Ijjat'. Sumitra is an educated middle class housewife. Through the character of Sumitra, the writer has given a glimpse of the position of women in the male dominated middle class society. Sumitra is a housewife from an educated family. He had humanity in his heart.
So Sumitra agrees to keep Basanti's daughter despite knowing that she is the daughter of Chhotolok of Basti. Basanti met Sumitra four months ago through work. His ritual behavior made him seem like a good person. So he went to his house for his daughter's shelter. As Vasanti takes her daughter to Sumitra's house, she finds that her daughter is humble and polite. But no one gave shelter to his daughter thinking it was a fire trap. This is what Sumitra thinks.
Sumitra is a worshiper of beauty. So, seeing his daughter, he thinks that he will dress her up and keep her beautiful. Her own red floral print georgette or blue color saree or natano printed saree will make her stand out. Sumitra is very fond of thinking that a beautiful girl like Joy is living in the slums. And if Sumitra decorates a beautiful girl in this way, she will become more beautiful. It can cause more danger. Sumitra is not aware of the position of the society and her family. Even he promises to keep his daughter. But having said that, I can't give a complete word until Dadababu actually asks him. If this beautiful girl stays in the slum, the boys of the slum will try to rob her of her dignity. Sumitra's mentality is hurt by this. If you try a little in that way, maybe that beautiful girl can be saved from being swallowed by a snake. Sumitra assures Vasanti of one thing. So Basanti calls Sumitra 'Sakshat Bhagwati'. As Sumitra confides in her husband without knowing it, they start falling out. Sumitra convinces her husband that 'you can't throw a girl into the wolf's mouth'. Many such incidents are happening in the world. But since Vasanti has come for help, she should be helped.
But Mahitosh could not think straight about this matter. He thought that the small girl from the slum would put a stigma on them and extort money. Again, when it is difficult to keep Basanti's daughter alone, what is the need to get her to work? How much money is needed for a girl's marriage, that money has to be worked for. As Basanti is poor, Sumitra finds it unbearable that she shows so much contempt for the poor. Sumitra doesn't stop taunting her husband either. He says, Basanmaja Jhi has no power in the world. By this quote, Mahitosha refers to negligence. Sumitra says if Vasanti searches the slum well, she will find there are better people in the slum than Mahitosh. They have more humanity. Sumitra realizes that she does not have solid ground under her feet as she is humiliated for keeping Vasanti's daughter. There is no such thing as freedom of its own In a patriarchal society, all power is vested in men.
Sumitra gets emotional when Vasanthi gets hurt when she talks to him and fails to talk to him She thinks of herself as a woman trapped in the middle-class world. How women are abused in this patriarchal society is revealed through the character of Sumitra.
0 Comments