উত্তর :- [ সূচনা: পায়েজ, মুনিজ, বাসবোসা, নিকোলো কন্টি, আব্দুর রাজ্জাক প্রমুখ বিদেশি পর্যটকের বিবরণ এবং কৃষ্ণদেব রায় এর কিছু লেখা তথা তৎকালীন বিভিন্ন ঐতিহাসিকের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার বিশদ বিবরণ পাওয়া যায়। ১৩৩৬ খ্রিঃ হরিহর ও বুরু নামে দুই ব্রাহ্মণ দক্ষিণ ভারতের তৃষ্ণাভা নদীর তীরে বিজয়নগর রাজাটি প্রতিষ্ঠা করেন। সংগম, সালুভ, তুলুভ ও আড়বি এই চারটি বংশের শাসকেরা বিজর রাজ্যে রাজত্ব করেছিলেন।

বিজয়নগরের সামাজিক জীবন :

দক্ষিণ ভারতীয় বিজয়নগরের সমাজজীবন এর বিভিন্ন দিক ছিল এইরকম--

রাগদের প্রাধান্য :

বিজয়নগর সাম্রাজ্যে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এমনকী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা থাকলেও সমাজে ব্রাহ্মণা শ্রেণির প্রাধান্য ছিল সর্বাধিক। ব্রাহ্মণরা ছিলেন এই সময়ে নিরামিষাশী। ডঃ রোমিলা থাপারের মতে -- রাজার প্রধানমন্ত্রী হতেন রাখুন শ্রেণির একজন ব্যক্তি

[] বর্ণভেদ প্রথা : 

প্রাবিড় অধ্যুষিত তৎকালীন বিজ্ঞায়নগরের সমাজে জাতিভেদ থাকা সত্ত্বেও পৃথক বর্ণের মধ্যে মেলামেশা ছিল। মনুচরিতম গ্রন্থ হতে জানা যায়—সমকালীন সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণে বিভক্ত ছিল। নিজের বিবরণ অনুসারে--ব্রাহ্মণদের মেধার তীক্ষ্মতা, হিসাবপত্র রাখার ক্ষমতা, দৈহিক কৃশতা ও কঠিন কায়িক পরিশ্রমে দক্ষতা ছিল।

[] সমাজে নারীর স্থান :

বিজয়নগরের সমাজে নারীরা পূর্ণ স্বাধীনতা প্রায়ই ভোগ করত। কারণ সমাজ, রাজনীতি ও সামরিক ক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকা লক্ষণীয়। ধনী ও রাজপরিবারের মেয়েরা বিদ্যাচর্চা, শাস্ত্রচর্চা, সাহিত্য, সংগীত, কারুশিল্প, অসিচালনায় পারদর্শিনী ছিলেন। এইসময়ের বিদুষী রমণীদের মধ্যে ছিলেন "তিল গঙ্গাদেবী'। নুনিজের মতে রাজার অধীনে বহু নারী কুস্তিগির, জ্যোতিষী, হিসাবরক্ষক ও প্রহরী ছিলেন।

------------------------

Discuss the social and financial conditions of the Vigyanagara Empire.

Answer :- [Introduction: From the accounts of foreign travelers like Payez, Muniz, Basbosa, Niccolò Conti, Abdur Razzak and some writings of Krishnadev Roy as well as from the accounts of various historians of the time, detailed information about the socio-economic conditions of the Vijayanagar Empire is available. In 1336 AD, two Brahmins named Harihara and Buru founded the Vijayanagara kingdom on the banks of the Trishnabha River in South India. The rulers of the four dynasties Sangam, Saluv, Tuluv and Arbi ruled the kingdom of Bijara.


Social Life of Vijayanagara: 

The social life of South Indian Vijayanagara had various aspects like--


Predominance of Ragas: 

Although there were Buddhists, Jains, Christians and even Muslims in the Vijayanagara Empire, the society was dominated by the Brahmin class. Brahmins were vegetarians during this period. According to Dr. Romila Thapar -- the King's Prime Minister was a person from the Rukhwa class.


[] Varnabhed Pratha : 

In the society of the then Vijnanagara dominated by Pravira, there was association between different castes despite caste differences. It is known from the book Manucharitam that the contemporary society was divided into four castes namely Brahmins, Kshatriyas, Vaishyas and Shudras. According to his own account--Brahmins had intellectual acuity, ability to keep accounts, physical fitness and skill in hard manual labor.


[] Women's place in society:

 Women often enjoyed full freedom in Vijayanagara society. Because their active role in society, politics and military is noticeable. The daughters of the rich and royal families were skilled in learning, literature, music, crafts, and riding. Among the Vidushi women of this period was "Til Gangadevi". According to Nuniz, many women were wrestlers, astrologers, accountants and guards under the king.