উত্তর - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'পল্লীসমাজ' উপন্যাসের নায়িকা চরিত্র হল রমা। রমার নাবালক ভাই যতীনের অভিভাবিকা রূপে তাদের জমিদারি পরিচালনা করত। কুঁয়াপুর গ্রামের অপর জমিদার ছিল তারিণী ঘোষাল। তার পুত্র ছিল রমেশ। এই রমেশের সাথে রমার সম্পর্ক ছিল। রমা ছিল রমেশের সহপাঠী। রমেশের মা ভেবেছিল ভবিষ্যতে তাদের বিয়ে দিবেন। কিন্তু পরবর্তী কালে তা সফলতা পায়নি। রমার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু ছয় মাস পরে রমা বিধবা হয়ে যায়। তারপর পিতার বাড়িতে ফিরে এসে তার জীবন শুরু হয়। অদৃষ্টের নির্মম পরিহাসে রমা ও রমেশের মধ্যে সংঘাত সৃষ্টি হলেও রমা রমেশের মহত্ব ও পৌরুষের পরিচয় পেয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছে ঠিকই। কিন্তু গ্রামীণ দলাদলি ও পারিবারিক বাদ বিতন্ডা প্রভাবে সে তাকে আঘাতও করেছে। যার ফলে তার হৃদয়ে জমে থাকা প্রেমের উন্মেষ হয়েছে। রমা হিন্দুঘরের বিধবা আর রমেশ হল তার পিতার শত্রুর পুত্র। সে তার সংস্কার বিশ্বাস। পারিবারিক দ্বন্দ্বের চাপে নিজের সুপ্ত প্রেমকে স্বীকৃতি দিতে পারেনি।
রমার চরিত্রে দ্বৈতরূপ পরিলক্ষিত হয়। একাদিকে জমিদারের কন্যার বৈষয়িক সত্ত্বা আর অপরদিকে চিরন্তরী নারী সত্ত্বা। তাই তো রমেশকে চিরপ্রতিদ্বন্দ্বী ভেবে লাঠিয়াল নিয়োগ করতেও পিছুপা হয়নি। অর্থাৎ তার প্রেমজীবন ও কর্মজীবন ভিন্নরূপ। তাই তো রমাই একদিকে তারকেশ্বরে রমেশকে তৃপ্তির সঙ্গে খাওয়ার ব্যবস্থা করেছে। কোনো লজ্জার বাধাই তাকে দূরে সরাতে পারেনি। রমা নিজেকে রমেশের কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছে কারণ, রমা ভালোভাবে জানত তৎকালীন সমাজ সংস্কারের গন্ডি পার করে তার সঙ্গে রমেশের মিল অসম্ভব। তবে কুঁয়াপুর গ্রামের লোকের কাছে রমা একসময় জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও তার নামে কলঙ্কের দুর্নাম উঠেছিল।
রমা চরিত্রের মাধ্যমে ঔপনাসিক বোধ হয় পল্লীসমাজের সংকীর্নতাবোধ, নারীর সংস্কার অন্ধতা ও মানবিক আবেদনের দ্বন্দ্ব জটিল চিত্র অঙ্কন করেছেন । রমার চরিত্রে যে প্রেম স্বরূপতা বর্তমান তার পরিচয় পায়।।
Answer - Rama is the heroine of the novel 'Pallisamaj' written by Saratchandra Chattopadhyay. Rama's younger brother Jatin managed their estate as guardian. Another zamindar of Kuyapur village was Tarini Ghoshal. His son was Ramesh. Rama had a relationship with this Ramesh. Rama was a classmate of Ramesh. Ramesh's mother thought that they would get married in the future. But later it did not succeed. Rama was married elsewhere. But after six months Rama became a widow. Then he returned to his father's house and began his life. Adarshta's cruel irony creates a conflict between Rama and Ramesh, but Rama is rightly attracted to Ramesh after seeing his greatness and masculinity. But he was also hurt by rural factionalism and family feuds. As a result, the love stored in his heart has been revealed. Rama is a Hindu widow and Ramesh is the son of his father's enemy. He believes in his reforms. Unable to recognize his latent love under pressure of family conflict.
Duality is observed in Rama's character. On one side is the material entity of the zamindar's daughter and on the other is the eternal female entity. Therefore, considering Ramesh as a rival, he did not hesitate to appoint Lathial. That is, his love life and work life are different. So Ramai on the one hand arranged for Ramesh to eat with satisfaction at Tarakeswar. No barrier of shame could keep him away. Rama wanted to distance himself from Ramesh because Rama knew very well that it was impossible for Ramesh to get along with him through the social reforms of that time. But Rama once became popular with the people of Kuyapur village. But despite this, his name was infamous.
Through the character of Rama, the novelist has drawn a complex picture of the narrowness of the rural society, the blindness of women's reforms and the conflict of human appeal. The love swarupata that exists in the character of Rama finds its identity.
0 Comments