উত্তর = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর রচিত 'পল্লীসামজ' উপন্যাসের আলোচ্য উক্তিটির বক্তা হলেন রমেশ।
রমেশের যে গ্রাম সেটি হল কুঁয়াপুর। কুঁয়াপুর গ্রাম্য সমাজের মধ্যে দিয়ে কবি গ্রাম্যবাংলার রূপটি তুলেধরেছেন। তৎকালীন বাংলার গ্রামগুলি কুসংস্কার আচ্ছন্ন ছিল। আর ছিল অশিক্ষা, যার ফলে সেই সময় মানুষের কলহ বিতন্ডা বাঁধত। দরিদ্র ছিল গ্রামবাংলা সমাজের কাছে নিত্য সঙ্গী। দারিদ্রতা ধর্ম সমাজকে রক্ষা করার নামে গ্রাস করেছে। তৎকালীন সমাজে পরস্পরের প্রতি প্রেম, ভালোবাসা, দয়ামায়া, মমতা বোধ কিছুই ছিলনা। তবে কিছু মানুষের মধ্যে আচার-ব্যবহার রীতি, নীতি থাকলেও গ্রাম বাংলার কিছু মাতব্বর ছিল তারা হল বেণী ঘোষাল, গোবিন্দ, পরাণ হালদার। দীর্ঘকাল পরে গ্রামে ফিরে এসে রমেশ দেখে মানুষের মধ্যে নীতি, জাতিভেদ, স্বার্থসিদ্ধ, ঝগড়া, মোকাদ্দমা প্রভৃতি। তার মধ্যে আর একটি রূপ হল একটি এগারো বারো বছরের বালককে সঙ্গে নিয়ে এক বৃদ্ধা রমেশের জন্য অপেক্ষারত। কারণস্বরূপ বালকটির পিতা দক্ষিণ পাড়ার চক্রবর্তী বিছানায় শয্যাশায়ী ছয়মাস থেকে। সেদিন ভোর বেলা তার মৃত্যু হয়। তারএকমাত্র প্রায়শ্চিত্ত হয়নি বলে তার সৎকার্য কেউ করবেনা। সে বর্তমানে নিঃস্ব। তাই তারা রমেশের কাছে সাহায্য নিতে এসেছে।
এই সমস্ত কথা শুনে রমেশ হতবাক হয়ে যায়। তারা যেন বাড়ি যায় তাদের সব ব্যবস্থা সে করে দিবে। এই রকম দুঃস্থ পরিবারের কথা জানতে গিয়ে রমেশ জানতে পারে যে পরিবারটি পূর্বে এইরকম ছিল না। গ্রামের মাতব্বর বেণী ঘোষাল এবং গোবিন্দ গাঙ্গুলির জন্য তাদের এরূপ অবস্থা। গ্রামের মাতব্বররা ছিল সুদখোর তারা গরিব মানুষকে শোষণ করে ফেলে। তাই তাদের দুরাবস্থার কথা শুনলে তারা খুব খুশি হয়। কারণ সেই সব মানুষেরা তাদের কাছে যাবে আর গ্রামের জমিদাররা তাদেরকে শোষণ করবে। এই ভাবে সেই পরিবারের সমস্ত ধন সম্পত্তি তারা শোষণ করে ফেলেছে। সব কথা শুনে রমেশ ভাবে একমাত্র অশিক্ষার অন্ধকারই মানুষকে দুর্দশার মুখে ফেলে। আর তাদের অসহায়তার সুযোগ নেয় গ্রামের সমাজপতিরা ৷ রমেশ তাদের কথা এবং গ্রামের পরিবেশ দেখে বুঝতে পারে মানুষের একতা মিল না থাকায় আরও বেশি বিদ্বেষ ও দলাদলি ঘটে থাকে গ্রাম্য মানুষেরা নিজেদের ভালোমন্দ কিছুই বোঝেনা। গ্রাম্য মানুষেরা অকৃতজ্ঞ। তারা উপকারীর বিশ্বাস ঘাতকতা করে। গ্রামে ফিরে এসে রমেশ এরূপ নানা ঘটনা দেখে।
রমেশ গ্রামের এরূপ পরিস্থিতি দেখে গ্রাম ছেড়ে যেতে চেয়ে ছিলেন। কিন্তু তার শিক্ষিতমন ও আন্তরিকতা বোধ তাকে গ্রাম ছেড়ে দিতে দেয়নি। গ্রামের মানুষের এত দুর্দশার কথা শুনে সে আত্মহারা হয়ে উঠেছিল। বর্তমান সমাজে গ্রামের মানুষের মন অত্যন্ত ছোট এবং কুৎসিত। তারা সামান্য স্বার্থ নিয়ে একে অপরের প্রতি লড়াই করে, গালি-গালাজ করে । এই সমস্ত অসামাজিক কার্য দেখে রমেশ চলে যায় নি। গ্রামের রাস্তাঘাট খারাপ, কাঁচা বর্ষাকালে নানা দুর্ভোগের মধ্যে পড়তে হয় সে গুলির সব ব্যবস্থা করে। গ্রামের উন্নতিতে রমেশ চাঁদা তুলে সেই পরিকল্পনা গঠন করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের বাঁধা দেয়। তাদেরকে বলে কেউ তোরা পয়সা দিসনে।
রমেশ নিজের রোজগার করছে, এই সমস্ত কুরুচিকর মন্তব্য শুনে রমেশ জ্যাঠাইমার কাছ থেকে বিদায় নিতে চিয়েছিলেন। তখন জ্যাঠাইমা তাকে বলে তার জন্য গ্রামের পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে তার জন্য সকলের কাছে সাহায্য গ্রহণ করেছে। তখন জ্যাঠাইমা তাকে বলে সে যে নিজের রোজগারে সব উন্নয়ন করে। গ্রামের লোকের কাছে সাহায্য করা মানে তারা নিজেরা বোকা, তাই টাকা দিচ্ছে। এইরকম অশিক্ষার মনোভাব তাদের মধ্যে আছে। গ্রামের মানুষেরা দুঃখী, দুর্বল অসহায় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এরকম মনোভাব। রমেশ সকল বিষয় বুঝতে সম্মত হয়। তার পর জ্যাঠাইমার অনুরোধে সে গ্রামে থাকে ।
Answer = Ramesh is the speaker of the quote in the novel 'Pallisamaj' written by Saratchandra Chattopadhyay.
Ramesh's village is Kuyapur. The poet has presented the form of rural Bengal through Kuyapur rural society. The villages of Bengal at that time were full of superstitions. And there was illiteracy, as a result of which people at that time were fighting and quarreling. The poor were a constant companion of rural Bengali society. Poverty engulfs religion in the name of protecting society. There was no love, affection, kindness, compassion towards each other in the society at that time. However, although there are customs and principles among some people, there were some nobles of village Bengal, they are Beni Ghoshal, Govinda, Paran Haldar. Returning to the village after a long time, Ramesh saw politics, caste differences, selfishness, quarrels, litigation etc. among the people. Another form of him is an old woman with an eleven-twelve-year-old boy waiting for Ramesh. The reason is that the boy's father has been bedridden in Chakravarti bed in Dakshin Para for six months. He died that morning. No one will do his good deeds because he has not been atoned for. He is currently single. So they came to Ramesh for help.
Ramesh was shocked to hear all this. He will make all arrangements for them to go home. On learning about such a distressed family, Ramesh learns that the family was not like this before. Such is the case for village matbars Beni Ghoshal and Govind Ganguly. Village leaders were usurers who exploited the poor people. So they are very happy to hear about their plight. Because those people will go to them and the village landlords will exploit them. In this way they have absorbed all the wealth of that family. After hearing everything, Ramesh thinks that only the darkness of illiteracy puts people in the face of misery. And the village socialists took advantage of their helplessness Ramesh sees their words and the environment of the village and realizes that due to the lack of unity of the people, there is more hatred and factionalism. The village people do not understand their own good or bad. Villagers are ungrateful. They betray the benefactor. Ramesh came back to the village and saw many such incidents.
Ramesh wanted to leave the village after seeing this situation in the village. But his educated mind and sense of sincerity did not allow him to leave the village. Hearing the plight of the people of the village, he became despondent. In today's society the minds of village people are very small and ugly. They fight and abuse each other for little interest. Ramesh did not go away after seeing all these anti-social activities. The roads in the village are bad, they have to face various hardships during the rainy season. Ramesh raised the contribution for the development of the village and formed that plan. But some selfish people stop them. Someone tells them you give money.
Ramesh is earning his own, after hearing all these ugly comments, Ramesh wanted to leave Jathima. Jathaima then told him that the situation in the village had improved for him. But for that he accepted help from everyone. Then Jathaima tells him that he does all the development with his own earnings. Helping villagers means they are fools themselves, so they are giving money. Such uneducated attitude they have. Despite the fact that the village people are miserable, weak and helpless, such is the attitude among them. Ramesh agrees to understand everything. After that he stayed in the village at the request of Jathaima.
0 Comments