উত্তর ভূমিকা : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘পল্লীসমাজ’ উপন্যাসে প্রধান প্রধান চরিত্র রমা, রমেশ, বিশ্বেশ্বরী প্রমুখ আবার খল চরিত্রগুলি হলো রমার মাসি, পরাণ হালদার, ধর্মদাস চাটুর্জ্যে, বেণী ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি প্রমুখ। এছাড়াও বনমালী পাড়ুই, কামিনীর মা, দীনু ভট্টাচার্য প্রমুখের চরিত্র উল্লেখ আছে। উপন্যাসে বিভিন্ন চরিত্রের সমাবেশ ঘটেছে।

পিতৃশ্রাদ্ধ অনুষ্ঠান : তারিণী ঘোষালের পুত্র রমেশ। পিতার মৃত্যুর পর রমেশ গ্রামে ফিরে আসে রমেশ ছিল প্রবাসী। গ্রামে ফিরে এসে পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে বিশাল আয়োজন করেছিল। দরিদ্রদের বস্ত্রদান, কলকাতার ময়রা মিষ্টি বানিয়েছিল শ্রাদ্ধ অনুষ্ঠানে। গ্রামের এইরকম এত বড়ো অনুষ্ঠান এর আগে আর হয়নি। ধর্মদাস তার পাঁচ-ছয়জন ছেলে মেয়েকে নিয়ে রমেশের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছিল। ধর্মদাস রাজকীয়ভাবে অনুষ্ঠানের প্রবেশ করেছিল-কাঁধে চাদর, চোখে চশমা নিয়ে। রমেশকে দেখে তার সহানুভূতি জেগে ওঠে তাই সে কাঁদতে শুরু করে। রমেশের পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে ধর্মদাস খুবই প্রশংসা করে এবং নানাবিধ কথার মাধ্যমে ধর্মদাস রমেশের সঙ্গে মিশে যেতে চেয়েছিল।

ধর্মদাস চাটুর্জ্যের কথোপকথন : ধর্মদাস স্বার্থপর, লোভী মানুষ ছিলেন। তিনি গ্রামের অন্যান্য ব্যক্তিদেরও কু-মন্তব্য করে। যেমন- বেণীর নাম করে নিন্দা করে আবার বেণীর মন্দিরেও যায়। রমেশের পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে গোবিন্দ গাঙ্গুলিও যায়। সেখানে গিয়ে রমেশের সঙ্গে গল্পগুজব করে তা দেখে ধর্মদাস অসহ্য হয়ে পড়ে তখন সেখানে তিনি এক উক্তি বলে- “মিথ্যাবাদী তোর বাবা একথা শুনে স্বাভাবিকভাবে গোবিন্দর টনক নড়ে যায় তখন তিনি ব্যঙ্গ-বিদ্রুপের সঙ্গে বলে উঠে-‘তবে রে শালা’- এই ভাবে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন চলে তারা ছিল লোভী ব্যক্তি তাই লাভের আশায় দুই ব্যক্তি বস্ত্র গ্রহণের আশায় মিলিত হয়। ধর্মদাসের চিত্তবৃত্তি নিকৃষ্ট মানের তা শরৎচন্দ্র উপন্যাসে ফুটিয়ে তুলেছেন।

রমার মাসি : উপন্যাসে রমার মাসি অপ্রধান খল চরিত্রের। গ্রামীণ সমাজের মানুষ সহজ-সরল, স্নেহপরায়ণ হয় কিন্তু রমার মাসি ঠিক বিপরীত তিনি নীচ ও কলহপরায়ণা। বেণী রমার কাছে বিভিন্ন কু-মন্তব্য করে এবং এমনকি বলে রমেশ যদি বেণীকে নিমন্ত্রণ করতে যেত তাহলে তাকে অপমান করবে। রমার কাছে বেণী রমেশের বিরুদ্ধাচরণ করতে আসে তা শুনে রমার মাসি হেসে উঠে। রমেশ ও রমার মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। রমেশ রমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু রমেশ তো জাতিতে ছোট ছিল তাই বেণী ব্যঙ্গ করে বলে-জাতিতে ছোট হয়েও যদু মুখর্য্যের মেয়েকে বৌ করার ইচ্ছা। তারিণী ঘোষালের মৃত্যুর কথা শুনেও তার নামে একথা বলে। তারিণী ঘোষালকে বেণী পরম শত্রু মনে করত । তাই তিনি বলে মরলও তো ছেলের হাতের আগুনটুকুও জুটল না। রমার মাসিও চটুলতা সম্পন্ন নারী। তাই রমা বিরহের সঙ্গে মাসিকে বলেছে মাসি তুমি কেন মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো মানুষের হাতে গড়া কোনো জিনিস নয় ।

উপসংহার : ‘পল্লীসমাজ' উপন্যাসে ব ধর্মদাস চাটুর্জ্যে ও মাসির চরিত্রদ্বয়ের স্বরূপ তুলে ধরার মাধ্যমে স্পষ্টতই বোঝা গেল এই দুই চরিত্র নীচ জ্য ও রমার ম মানোবৃত্তির অধিকারী। তাদের চরিত্রের মধ্যে লোভ ও বিবেকহীনতার পরিচয় পাওয়া যায় ৷

English 👇👇👇

Answer :--

Introduction: In the novel 'Pallisamaj' written by Saratchandra Chattopadhyay, the main characters are Rama, Ramesh, Visveshwari etc. and the minor characters are Rama's aunt, Paran Halder, Dharmadas Chaturjye, Beni Ghoshal, Govind Ganguly etc. Also mentioned are the characters of Banamali Padui, Kamini's mother, Dinu Bhattacharya etc. In the novel there is an assembly of various characters.

Pithrashraddha ceremony: Tarini Ghosal's son Ramesh. Ramesh returned to the village after his father's death. Ramesh was an expatriate. On returning to the village, a grand ceremony was organized for his father's Shraddha. Donating clothes to the poor, Moira of Kolkata made sweets for the Shraddha ceremony. Such a big event in the village has never happened before. Dharmadas came with his five-six sons and daughters for the Shraddha ceremony of Ramesh's father. Dharmadas made a royal entrance to the ceremony—with a shawl over his shoulders, spectacles on his eyes. Seeing Ramesh awakens her sympathy so she starts crying. At the Shraddha ceremony of Ramesh's father, Dharmadas was very appreciative and through various words, Dharmadas wanted to merge with Ramesh.

Dialogue of Dharmadas Chaturgya: Dharmadas was a selfish, greedy man. He also makes bad comments about other people in the village. For example, after calling Beni's name, he goes to Beni's temple. Govinda Ganguly also attends the Shraddha ceremony of Ramesh's father. When Dharmadas went there and gossiped with Ramesh, he became unbearable and then he said a saying - "Your father is a liar, naturally Govinda was shocked when he heard this, then he said with sarcasm - 'Tbe Re Shala' - in this way between two people. The conversation goes that they were greedy people so two people meet to receive clothes in the hope of profit. Dharmadas's philosophy is of inferior quality, Saratchandra has shown in the novel.

Ramar Masi: Ramar Masi is a minor character in the novel. People in rural society are simple and loving but Rama's aunt is just the opposite, she is mean and quarrelsome. Beni makes various negative comments to Ramesh and even says Ramesh will insult Beni if he goes to invite her. Rama's aunt laughs when Beni comes to Rama to confront Ramesh. Ramesh and Rama had a romantic relationship. Ramesh wanted to marry Rama but Ramesh was small in caste so Beni sarcastically said-despite being small in caste he wants to marry Yadu Mukharya's daughter. Tarini hears about Ghosal's death and says this in his name. Beni considered Tarini Ghoshal as her arch enemy. So he said that even if he died, the fire in his son's hand did not reach him. Rama's aunt is also a clever woman. So Rama said to Masi with annoyance, aunty, why do you talk about the caste of people? Caste is not a man-made thing.

Conclusion: In the novel 'Pallisamaj', it was clearly understood by highlighting the characters of B Dharmadas Chaturjee and Masi that these two characters are possessors of Neech Jya and Rama. Greed and recklessness are found in their character