উত্তর:- আশাপূর্ণা দেবী ইজ্জত গল্পে সমাজের দুই চরিত্রের দিক পরিস্ফুট করেছে একদিকে একটি দরিদ্র বস্তিবাসী মেয়ের ইজ্জত রক্ষার চেষ্টা। অন্যদিক হল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেনী ধনী সমাজের মানুষের বস্তিবাসী মেয়ের "ইজ্জত রক্ষায়" নিরুৎসাহ।

    বাসন্তী বিধবা। তার স্বামীর মৃত্যুর পর সে তার মেয়ে কে নিয়ে বস্তিতে এসে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। মেয়েটির বয়স চৌদ্দ-পনেরো বছর দেখে মনে হয় সে যেন যুবতী। মেয়েটি পরমাসুন্দরী। মেয়েটির রূপ দেখে কেউ কেউ বিশ্বাস করতে চায় না সে তার মেয়ে। মেয়েটির অপরূপ দেখে বস্তির ছেলেরা শিস্ দেয় নানা অঙ্গ ভঙ্গি করে, ইচ্ছে করে গায়ে ধাক্কা দেয়। এইভাবে তারা নানাভাবে জ্বালাতন করে। মেয়েটিকে ভয়ে ভয়ে থাকতে হয়। আর সর্বনাশের আশঙ্কায় দিন কাটাতে হয়। বাসন্তী বাড়ি বাড়ি কাজকরে সকাল পাঁচটায় ওঠে আর রাত দশটায় বাড়ি ফিরে আসে। মেয়েটি আশেপাশে বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। কাজের তাগিদে বাসন্তী মেয়েকে মনিবের রাখতে চাইলে তারাও আশ্রয় দেয় না। তাই সবশেষে তার সে তার পরিচিত সুমিত্রার বাড়ি গিয়ে তার মেয়েকে রাখার প্রার্থনা করে। 

    সুমিত্রার বাড়িতে সে চার মাস কাজ করেছিল। সেই থেকেই বাসন্তী সুমিত্রার আচার ব্যবহার জানত। সে সহানুভূতিশীল ও অনুভূতিপ্রবণ মানুষ। তাই সে সুমিত্রার কাছে আশ্রয়প্রার্থী। সুমিত্রা শিক্ষিত অবস্থাপূর্ণ ঘরের নারী হলেও নারীর মর্যাদা রক্ষার দায়িত্ব সে বহন করতে ইচ্ছুক। কিন্তু চারপাশের পরিবেশ কলুষতা যুক্ত। প্রতিকূল মনোভাবাপূর্ণ তাই তার কাছে ইজ্জত রক্ষা সম্ভব হয়নি। তার স্বামী তার ইচ্ছার মূল্য দেয়নি। কিন্তু বাসন্তীর কাজের প্রার্থনায় সুমিত্ৰা বিচালিত হয়। তাই তার মেয়ে আশ্রয় দেবে বলে আশ্বস্ত করে। কিন্তু তার স্বামী তা জানতে পেরে ক্রুদ্ধ হয়। সে সুমিত্রাকে বলে বাসন্তীর মেয়েকে ঘরে যে রাখতে না দেয়। মহীতোষ বাসন্তীর মেয়ে জয়ীর ইজ্জত রক্ষার কোন দায়িত্বনিতে চাননি। তার মতে ছোটোলোক গরীব মেয়েদের ইজ্জতের কোন দাম নেই। সে সুমিত্রাকে বলে ছোটোলোক, বস্তিবাসী, তাদের আবার ইজ্জত কীসের। 

   বাসন্তীর মেয়ে জয়ী মহীতোষের এরূপ আচরণ দেখে বুঝতে পারে। গরিবের ইজ্জতের কোন মূল্য নেই। তাই মহীতোষ বাসন্তীকে ঘরের দরজা পর্যন্ত পৌছাতে না পৌছাতে তাকে বিতাড়িত করে। সে বাসন্তীকে বলে সুমিত্রার মাথা যন্ত্রণা তাকে আর ঘরে ঢুকতে দেওয়া হবে না। তখন জয়ী বলে- বড়োলোকের কাছে মান ইজ্জতের মূল্য নেই তুই ওদের হাতে পায়ে ধরিস না ৷

‘ইজ্জত' গল্পের মধ্যেদিয়ে সমাজের দুই চরিত্রের মানুষের দিক ফুটে ওঠে। সুমিত্রা আদর্শবান মানুষ হওয়া সত্ত্বেও তার নিজের সিদ্ধান্ত স্বাধীন নয়। এখানে উচ্চবৃত্ত মানুষের প্রভাবে কথা আলোচিত হয়েছে। মহীতোষ স্বার্থপর ব্যক্তি। তাই নিজের স্বার্থরক্ষার জন্য অন্যের ইজ্জত রক্ষার দায়িত্ব নিতে চান না। এই ‘ইজ্জত' গল্পে সমাজের স্বার্থপর ও নীচতা মানুষের রূ পটি ফুটে উঠেছে।

Answer:- Ashapoorna Devi Ijjat story has revealed two aspects of the society, on the one hand a poor slum girl tries to protect her honor. On the other side is the discouragement of educated middle-class rich people from slum-dwelling girls to protect their dignity.

     Basanti is a widow. After her husband's death, she came to the slum with her daughter and started living in a rented house. The age of the girl is fourteen-fifteen years and she seems like a young woman. The girl is very beautiful. Seeing the appearance of the girl, some people do not want to believe that she is his daughter. Seeing the beauty of the girl, the boys of the slum whistle and make various gestures and push her. Thus they provoke in various ways. The girl has to live in fear. And have to spend the day in fear of destruction. Basanti works from house to house and gets up at five in the morning and returns home at ten at night. The girl wanders around the house. They also don't give shelter if the boss wants to keep the Basanti girl in urgent need of work. So finally he goes to his acquaintance Sumitra's house and prays to keep his daughter.

     He worked in Sumitra's house for four months. Since then Vasanti knew the ritual use of Sumitra. He is a sympathetic and emotional person. So he seeks refuge with Sumitra. Although Sumitra is a woman from an educated family, she is willing to shoulder the responsibility of protecting the dignity of women. But the surrounding environment is polluted. Since he has a hostile attitude, it was not possible for him to protect his honor. Her husband did not value her wishes. But Sumitra is guided by Vasanti's prayers. So her daughter assured to give shelter. But her husband got angry when he came to know about it. He tells Sumitra not to let Basanti's daughter stay in the house. Mahitosh did not want to take any responsibility to protect Basanti's daughter Joy's honor. According to him, the dignity of small poor girls has no value. He tells Sumitra what is the honor of small people, slum dwellers.

    Basanti's daughter Jayi understands this behavior of Mahitosh. The dignity of the poor has no value. So Mahitosh chases Basanti away before she reaches the door of the house. He tells Basanti that Sumitra's headache will not allow her to enter the house again. Then the winner said - respect is not worth to big people, don't touch them

   Through the story of 'Ijjat' two characters of the society emerge. Although Sumitra is an idealistic person, her own decisions are not independent. Here the influence of elite people has been discussed. Mahitosh is a selfish person. Therefore, he does not want to take the responsibility of protecting the honor of others to protect his own interests. In this 'Ijjat' story, the selfishness and meanness of the society has been revealed.