উত্তর :- আশাপূর্ণাদেবীর ‘ইজ্জত' গল্পে ইজ্জত বলতে মানমর্যাদা ও সামাজিক মূল্যবোধের কথা বলা হয়েছে। প্রত্যেক মানুষেরই নিজস্ব ব্যক্তিসত্ত্বার পরিচয় আছে। সেইদিক থেকে কেউ সমাজে অসহায়, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ মধ্যবিত্ত শ্রেণীর। শ্রেণী সচেতনতার দিক থেকে প্রত্যেক মানুষেরই মানমর্যাদা ও আভিজাত্য আছে। সমাজে কিছু মানুষ শিক্ষাদীক্ষা ও অর্থনৈতিক দিক থেকে নিজের ব্যক্তিসত্ত্বার পরিচয় দিয়ে থাকে। সেইরূপ দিক দিয়ে সমাজে কেউ নিম্নজাতি, কেউ উচ্চজাতি, কেউ দরিদ্র, কেউ বড়োলোক এইভাবে শ্রেণীবিভক্ত হয়ে ওঠে। কিন্তু মানবিক দিক থেকে প্রত্যেক মানুষেরই নম্রতা, ভদ্রতা, রুচিবোধ মনুষত্বর নির্ধারক।

    ‘ইজ্জত' গল্পের অন্যতম আরেকটি চরিত্র বাসন্তী। যে সকাল থেকে সন্ধ্যে বাড়ি বাড়ি কাজ করে সংসার চালায়। তার মেয়ে জয়ী সুন্দরী ও যুবতী হয়ে উঠেছে। বাসন্তী বস্তি এলাকার বাসিন্দা। তাই বস্তির ছেলেরা তার মেয়েকে দেখে শিস্ মারে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, অসভ্য গান করে ও নানা প্রকার টিটকারি মারে। ইচ্ছে করে গায়ে ধাক্কা মারে। আবার কোনো কোনো লোক তাকে বিপথে যাওয়ার লোভ দেখায়। তাই বাসন্তী তার মেয়েকে নিয়ে সমস্যায় পড়ে। তাকে একলা বস্তিতে রেখে অন্য জায়গায় কাজ করতে যেতে পারে না । আবার তাকে নিয়ে বাড়ি বাড়ি কাজে যেতে পারে না। তাই এরূপ সংকটের মধ্যে দিয়ে মেয়েকে কীভাবে রক্ষা করবে, তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে। কাজের সুবাদেই সুমিত্রা নামে এক মানবিকতা সম্পূর্ণ গৃহকর্ত্রীর পরিচয় হয়। তাই তার কথা মাথায় রেখে মেয়েকে তার বাড়িতে নিয়ে যায় আশ্রয় পাওয়ার লোভে। লেখাপড়া জানা মধ্যবিত্ত ঘরের মহিলা সুমিত্রার কাছে বাসন্তী তার মেয়ের ইজ্জত রক্ষার জন্য আবেদন জানায় এবং বস্তির নানারকম আচরণের কথা সুমিত্রাকে বলে। তাতে সুমিত্রার হৃদয় বিগলিত হয়ে যায়। সে ভাবে বাসন্তীর মেয়েকে রক্ষা করে নতুন জীবন দেবে। তার মেয়েকে তার ব্যবহার্য জামাকাপড় দেবে, লেখাপড়া শেখাবে। এই বলে বাসন্তীকে সে আশ্বস্ত দেয়। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ সুমিত্রা তার স্বামী মহীতোষের অনুপস্থিতিতে বাসন্তীর মেয়েকে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। এই কথা শুনে মহীতোষ ক্ষিপ্ত হয়ে ওঠে।

    মহীতোষ বলে বস্তিবাসীর ছোটোলোক মেয়েরা ভালো নয়। তারা যেকোনো কারণে চরিত্র হরণের কলঙ্ক দিয়ে অর্থ আদায় করবে। বস্তিতে থাকলে মেয়ের ইজ্জত নষ্ট হবে। তাই সুমিত্রা দায়িত্ব নিয়ে ছিল। মহীতোষ তখন তার স্ত্রীকে বলে নিজের ওজন না বুঝে কথা দেওয়া ঠিক হয়নি। বাসন্তী এলে বলে দেবে যে, তার মেয়েকে সে রাখার দায়িত্ব নিতে পারবে না ।

   সুমিত্রা একজন মহিলা বলে মেয়েটির ইজ্জতরক্ষা করার ব্যাপারে নিজের কর্তব্য মনে করে দায়িত্ব নিয়ে ছিল। স্বামীর সঙ্গে কথা না বলেই বাসন্তীর আবেদনে রাজি হয়। কিন্তু বাসন্তীকে কথা দিয়েও তার মেয়ের ইজ্জত রক্ষা করতে পারল না। এতে কেবল সে তার ইজ্জতই না, নিজেরও ইজ্জত রক্ষা করতে পারল না। বাসন্তীর কাছে সে খুব ছোটো হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের কাছে স্বামীর মতামতই সব। স্ত্রীর কোনো স্বাধীনতা স্বাতন্ত্র ইজ্জত মর্যাদা কিছুই নেই। বাসন্তীর মেয়েকে দায়িত্ব নিয়েও ব্যর্থ হওয়ার লজ্জায় অপমানে সুমিত্রা ঘরের কোণে আত্মগোপন করে। তার আত্মীক যন্ত্রণা শুর হয়। সে নিজেকে স্বামীর আদেশপালক নারী বলে মনে করে। কারণ অপরের ইজ্জত তো দূরের, সে নিজের ইজ্জত রক্ষার ক্ষমতার ও অধিকার নেই। বস্তির মেয়েকে গৃহে আশ্রয় দিতে চাইনি মহীতোষ। কারণ, চরিত্রের কলঙ্ক রটতে পারে এই ভেবে। বস্তির বদ ছেলেরা যদি কোনোভাবে জানতে পারে তার মেয়ে সুমিত্রার বাড়িতে আছে, সে ক্ষেত্রে ঝামেলা শুরু হতে পারে। বস্তির মেয়ে বলে তার খারাপ মনোভাবও থাকতে পারে। এই পরিপ্রেক্ষিতে নিজের ইজ্জত রক্ষার জন্য মহীতোষ স্ত্রীর ও বস্তির মেয়ের ইজ্জত রাখতে সম্মত হল না। এই ত্ৰীকোণ ইজ্জতে দৃষ্টিভঙ্গি থেকেই ইজ্জত নামকরণের তাৎপর্য যথার্থ হল ।

Answer :- In the story 'Ijjat' by Ashapurnadevi, Ijjat refers to dignity and social values. Every person has their own personality. From that side, some are helpless in the society, some are rich, some are poor, some are middle class. In terms of class consciousness, every human being has dignity and nobility. Some people in the society identify their individuality in terms of education and economy. In that way, some low caste, some upper caste, some poor, some big people become classified in the society. But from a human point of view, every human's humility, gentleness, sense of taste are determinants of humanity.

     Basanti is another character in the story of 'Izzat'. Who runs the family from morning to evening working from house to house. His daughter Joy has become a beautiful and young woman. Resident of Basanti slum area. So the boys of the slum see his daughter and whistle, make various gestures, sing rude songs and make various kinds of jokes. Wanted to hit the body. Some people tempt him to go astray. So Vasanti gets into trouble with her daughter. He cannot be left alone in the slum and go to another place to work. Can't go home to work with him again. So he is worried about how to protect his daughter in such a crisis. Due to the work, a humanitarian named Sumitra is introduced as a housewife. So keeping her words in mind, he took the girl to his house in the hope of getting shelter. Vasanti pleads with Sumitra, an educated middle-class woman, to protect her daughter's honor and tells Sumitra about the various behaviors of the slum. Sumitra's heart melted at that. That way he will save Basanti's daughter and give her a new life. He will give his daughter the clothes he uses, teach her education. He reassures Vasanti by saying this. Sumitra, a housewife from a middle-class family, agrees to shelter Vasanti's daughter in the absence of her husband Mahitosh. Hearing this, Mahitosh became furious.

     Mahitosh says that slum dwellers' small girls are not good. They will extort money with the stigma of character assassination for any reason. A girl's honor will be lost if she lives in a slum. So Sumitra was in charge. Mahitosh then told his wife that it was not right to promise without understanding his weight. When Basanti comes, she will say that she cannot take the responsibility of keeping her daughter.

    As a woman, Sumitra felt it was her duty to protect the girl's dignity. Vasanti agrees to her request without talking to her husband. But Basanti could not save her daughter's honor even by talking to her. In this, not only he could not protect his honor, but also his own honor. He became too small for Basanti. For a middle class family, husband's opinion is everything. Wife has no freedom, independence, dignity, nothing. Sumitra hides in the corner of the room, humiliated by the shame of failing to take on the responsibility of Vasanti's daughter. His mental agony begins. She considers herself to be the wife of her husband. Because the honor of others is far away, he does not have the power and right to protect his own honor. Mahitosh did not want to shelter the daughter of the slum at home. Because, thinking that the character can be tarnished. If the bad boys of the slum somehow find out that his daughter is in Sumitra's house, trouble may ensue. She may also have a bad attitude as a slum girl. In this context, to protect his own honor, Mahitosh did not agree to keep the honor of his wife and Basti's daughter. From the point of view of this triangular honor, the significance of naming honor is correct.