উত্তর:-

  পল্লীসমাজ উপন্যাসের সার্থকতা

"পল্লীসমাজ উপন্যাসের "

 সাহিত্যের যে কোনো বিষয়ের নামকরণের মাধ্যমেই বিষয়বস্তুর সার্থকতা পরিস্ফুট হয়।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পল্লীসমাজ' উপন্যাসে নায়ক রমেশ ও নায়িকা রমা । কিন্তু তাদের কারও এর নামে এই উপন্যাসের নামকরণ হয়নি। এই কাহিনীটির নাম হয়েছে পল্লীসমাজ। আবার এই উপন্যাসে কুঁয়াপুর ও পীরপুর এর গ্রাম্য সমাজের বর্ণনা থাকলেও এই দুটি গ্রামের নামে নামকরণ করেননি। কারণ এই দুই গ্রামের নামকরণ করলে লেখকের আলোচ্য মনোভাব পরিস্ফুট না হয়ে সীমাবদ্ধ হয়ে পড়বে। তাই লেখক পল্লীসমাজের নামকরণের মাধ্যমে অসংখ্য পল্লীগ্রামের সামাজিক চিত্র ও সমাজের শোষণ, পীড়ণ, অবক্ষয়, অবনতি, উন্নতির কথা তুলে ধরেছেন। এই উপন্যাসে রমা ও রমেশের প্রায় সামাজিক কারণে রুদ্ধ হয়েছে। 

     ঠিক তেমনি রমার বৈধবকালীন ও রমেশের সঙ্গে বিবাহ করা সামাজিক মত বিরুদ্ধ। রমেশ সমাজের সব রকম কুসংস্কারচ্ছন্ন, বাধা, বিপত্তি প্রতিবাদ করে জনপ্রিয় হয়ে উঠা সত্ত্বেও রমাকে মেনে নেয়নি। সামাজিক মত বিরুদ্ধতার কারণে এই উপন্যাসে রমেশ যথাযথ থাকা সত্ত্বে রমেশের নামকরণ হয়নি কারণ, এখানে পল্লীসমাজের নানান দিকগুলি ফুটে উঠেছিল। পল্লীসমাজের মানুষের দুর্বল, বঞ্চনা, পীড়িত মানুষদের বেদনার জন্য মুখ খুলতেই লেখক আলোচ্য কাহিনীটি অঙ্কণ করেছেন।

      ‘পল্লীসমাজ' কাহিনীতে বেণী ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলী এবং পরাণ হালদার এর কথা আছে। এরা ছিলেন কুলীণ ব্রাক্ষণ। লেখক এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন আগেকার সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য ছিল বেশি। তারা ছিল স্বৈরাচারী যার জন্য বেণী ঘোষাল এর মতো লোক সাধারণ দুর্বল মানুষদের ওপর অত্যাচার চালাত। যার ফলে তারা আইনের সাহায্য নিত। এর ফলে তারা সর্বস্বান্ত হত আর ভোগ করত জমিদার। এইসকল মানুষের জন্যই গ্রামের মুসলিম সম্প্রদায়গত মানুষদের শিক্ষার সুযোগ দেওয়া হত না। এতে তারা মতবিরোধ দেখাত। এই সকল রূপ শরৎচন্দ্র তাঁর কাহিনীতে দেখিয়েছেন। অর্থাৎ সমাজের যে সকল ত্রুটি বিচ্যুতি আছে তা আঘাত করে নতুন সমাজ গড়ে তোলার কথা বলেছেন। পরে।

    গ্রামবাসীদের নানা দুঃখ বঞ্চনা, কষ্ট, অবহেলিত দেখেও রমেশ কিন্তু তাদের ছেড়ে যায়নি। রমেশের সামাজিক বোধ দেখে রমা আপ্লুত হয়। আর কিশোর যতীনকে রমেশের হাতে তুলে দেয়। আর বলে যতীনকে যেন তার মতো করে মানুষ করে তোলে। রমেশ কারাগারে থাকার কষ্ট, গ্রামবাসীদের দুঃখ, কষ্ট ও নানা সংস্কারের প্রতিবাদের মধ্যে দিয়ে আলো দেখেছে। রমেশের সমাজের প্রতি এইরূপ ব্যবহার প্রতিবাদী মনোভাব দেখে রমেশের প্রতি রমার প্রেম প্রকট হয়ে ওঠে।পরিশেষে বলা যায়, পল্লীসমাজের নানারূপ সংস্কার বঞ্চনা, দলিত, পীড়িত দেখে রমেশ যেভাবে উন্নয়ণের পথ প্রশস্ত করেছে সেইরূপ ক্ষেত্রে পল্লীসমাজ নামকরণটি যথার্থ রূপেই প্রকাশিত হয়।


Answer:- By naming any subject of literature, the significance of the content is revealed. In the novel 'Pallisamaj' written by Saratchandra Chattopadhyay, the hero Ramesh and the heroine Rama. But this novel is not named after any of them. This story is called Pallisamaj. Again, although the rural society of Kuyapur and Pirpur is described in this novel, it is not named after these two villages. Because if these two villages are named, the author's discussion attitude will be limited rather than developed. Therefore, the author has highlighted the exploitation, oppression, degradation, degradation, improvement of the social picture and society of numerous rural villages by naming the rural society. In this novel, Rama and Ramesh are almost blocked for social reasons.


      Similarly, Rama's widowhood and marriage to Ramesh is against social opinion. Ramesh did not accept Rama despite becoming popular by protesting against all kinds of prejudices, obstacles and obstacles in the society. Ramesh is not named in this novel due to social opposition, although Ramesh is appropriate because, here various aspects of the rural society were revealed. The author has painted the story while opening his mouth for the pain of the weak, deprived, oppressed people of the rural society.


       The story of 'Pallisamaaj' features Beni Ghoshal, Govind Ganguly and Paran Halder. They were noble Brakshan. The author means by this that Brahmins were more dominant in earlier society. They were autocrats for whom people like Beni Ghoshal oppressed common weak people. As a result, they took the help of the law. As a result, they became independent and enjoyed the zamindar. For these people, the Muslim community of the village was not given the opportunity of education. They disagreed. Saratchandra has shown all these forms in his story. In other words, he talked about building a new society by striking all the faults and deviations of the society. after


     Ramesh did not leave the villagers despite seeing the hardships, hardships and neglect of the villagers. Rama is impressed by Ramesh's social sense. And Kishore handed over Jatin to Ramesh. And says to make Jatin a man like him. Ramesh saw the light through the hardships of being in prison, the sufferings of the villagers, the hardships and the protests against various reforms. Ramesh's love towards Ramesh became evident after seeing this kind of protesting attitude towards Ramesh's society. Finally, it can be said that the way Ramesh paves the way for development after seeing the various reforms of the rural society, the deprived, the Dalits, the oppressed, the naming of rural society is revealed in the right way.