উত্তর :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ‘পল্লীসমাজ' উপন্যাসে ও প্রেমঘটিত বিষয় আছে- রমা ও রমেশের প্রেমের আকর্ষণের ফল্গুধারা। কিন্তু সমাজ ইতিহাসের আলোড়িত ঘটনায় তা প্রায় চাপা পড়ে গেছে। পিতার আকস্মিক মৃত্যুতে রমেশ গ্রামে ফিরতে বাধ্য হয়। গ্রাম সম্বন্ধে তার মনে অনেক রোমান্টিক ধারণা ছিল। তার মধ্যে আদর্শবাদী এই যুবকের মনে গ্রামের উন্নতির অনেক পরিকল্পনা ছিল। কিন্তু জ্ঞাতিশত্রু বেণী ঘোষাল সহ গ্রামের অন্যান্য মাতব্বর ও ব্রাক্ষ্মণ শ্রেণীর অপদার্থ গ্রাম্য চক্রান্তের শিকার হয়ে তাকে জেলে যেতে হয়। কিন্তু যখন সে গ্রামে থাকবে না বলে সিদ্ধান্ত নেয় তখন গ্রামের লোকেরা তাকে স্বীকৃতি জানায় রমেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে মনে হয় ৷

এই উপন্যাসকে আমরা সামাজিক শ্রেণিতে ফেলতে পারি। অর্থনৈতিক দিক থেকে পল্লী জীবনের যে গ্রাম্য দলাদলি এবং ঘৃণ্য স্বার্থপরতা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার প্রকৃতি এবং তা নিরসনের উপায় এই উপন্যাসে বর্ণিত। গ্রামের মানুষজনেরা এত শোষিত হয়েছে যে তারা কোনো মানুষের সৎ উদ্দেশ্যকে সহজে গ্রহণ করে না। বিবেক বর্জন করে দিয়ে নিজেদের সামান্যতম লাভ ও তারা উৎসাহের সঙ্গে সংগ্রহ করে নেয়। ভালো মানুষিকে তারা মনে করে মানুষের দুর্বলতা। 

গ্রাম সম্বন্ধে রোমান্টিক ধারণা যখন রমেশের মধ্যে থেকে চলে যায় এবং গ্রাম জীবনে সে হাঁফিয়ে ওঠে,তখন গ্রামেরই এক অসাধারণ মহিলা জ্যাঠাইমা তাকে বলেছিলেন সমস্যাটিকে আন্তরিকভাবে বিচার করতে হবে। গ্রামের মানুষের এই স্বার্থপরতা এবং নীচ দলাদলি অসহ্য বলে মনে হয়। দীননাথের মতো বৃদ্ধ ব্রাক্ষ্মণ যে আচরণ করেন তা ঘৃণ্য সন্দেহ নেই। কিন্তু তার আচরণের মধ্যে লুকিয়ে আছে করুণ অর্থনৈতিক অবস্থা কুঁয়াপুর গ্রামে প্রথমে এসেই ধর্মদাস চাটুর্জ্যের এবং গোবিন্দ গাঙ্গুলির যে ঘৃণ্য কলহ রমেশ দেখেছে। তাতে পল্লীসমাজ সম্বন্ধে বীতস্পৃহ হওয়া মোটে অস্বাভাবিক কিছুই নয়। গ্রামে শিক্ষার অভাব সে কথা জ্যাঠাইমা রমেশকে বলেছিলেন।

পল্লীসমাজকে সামাজিক উপন্যাস বলে স্বীকৃতি দেওয়ার কারণ পল্লীসমাজের অন্তর্লীন সমস্যাই গভীর ভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করেছে উপন্যাসের প্রধান ঘটনাধারা ও চরিত্রের আচরণকে বেণী ঘোষালের আচরণ অবশ্য এক তরফা। তার কারণ অনুমান করতে বিশেষ সাহিত্যবুদ্ধির প্রয়োজন হয় না, কিন্তু রমেশের সমস্ত শুভ উদ্যোগ এবং মনবিকতা পল্লীসমাজের জটিলতা কীভাবে বিনষ্ট করতে উদ্যত হয়েছে তা আমরা সাহিত্যবুদ্ধির দ্বারাই বুঝি। গ্রামের সকল রকম হিংসা দলাদলি নির্বুদ্ধিতার পরিচয় পল্লীসমাজ উপন্যাসে উপনীত এসব ঘটনার দিক থেকেপল্লীসমাজকে সামাজিক উপন্যাস বলা যায় ।

English

Answer :- Saratchandra Chattopadhyay's novel 'Pallisamaaj' also has a romantic theme - Rama and Ramesh's love affair. But it is almost buried in the stirring events of social history. Ramesh is forced to return to the village due to the sudden death of his father. He had many romantic ideas about the village. The idealistic young man had many plans for the improvement of the village. But he had to go to jail after being the victim of a nefarious village plot by his nemesis Beni Ghoshal and other matbars and Brahmins of the village. But when he decides not to stay in the village and the villagers recognize him, Ramesh seems to change his mind

We can put this novel in social class. The novel describes the nature of rural factionalism and the hideous selfishness that dominates rural life economically and how to overcome it. Villagers have been so exploited that they do not easily accept the good intentions of any human being. They eagerly collect even the smallest profit they have, discarding conscience. They consider good people as human weakness.

As Ramesh's romantic notion of the village fades away and he plunges into village life, Jathaima, a remarkable woman from the village, tells him to take the issue seriously. This selfishness and base factionalism of the village people seems intolerable. There is no doubt that the behavior of an old Brahmin like Dinanath is despicable. But hidden in his demeanor is the pitiful economic condition that Ramesh witnessed when he first arrived in the Kuapur village of Dharmadas Chaturgya and Govinda Ganguly. It is not at all unusual to be paranoid about rural society. Jathaima told Ramesh about the lack of education in the village.

The reason for recognizing rural society as a social novel is that the internal problems of rural society have deeply influenced and controlled the main events and character behavior of the novel. However, Beni Ghosal's behavior is one-sided. It does not require a special literary mind to guess the reason, but it is only through the literary mind that we understand how all the good initiatives and mentality of Ramesh are meant to destroy the complexities of rural society. Rural society can be called a social novel from the point of view of all these incidents in the rural society.