উত্তর:- আশাপূর্ণাদেবীর ছোটগল্প ‘ঘুষ’। এই গল্পের মধ্যে দিয়ে লেখিকা বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। আশাপূর্ণাদেবী ছোটগল্প রচনার ক্ষেত্রে সমৃদ্ধ একজন লেখিকা। আশাপূর্ণাদেবী অনেক উপন্যাস রচনা করেছেন তাহলেও ছোটগল্পকার হিসেবে তাঁর বিশেষ পরিচিত রয়েছে। তিনি ছোটগল্পের মাধ্যমে চরিত্রের মনস্তত্বকে তুলে ধরেন। ঘুষ বলতে বোঝায় উপঢৌকন । আলোচ্য ঘুষ গল্পে দুই পুরুষ চরিত্র একজন মাদন মাইতি ও মুখার্জি। মদন মাইতি ছিল এক দোকানের মালিক। সে ছিল পাথরকুচির সাপ্ল্যায়ার। সে দোকানের মাল বিক্রির জন্য নানা পথ অবলম্বন করতে থাকে। তার লক্ষ্য ছিল সে সর্বোচ্চস্তরে পৌঁছাবে। তাই তিনি সরকারি ইঞ্জিনিয়ার মুখার্জির সঙ্গে ব্যবসা করলে আর ব্যবসার পথ প্রশস্ত হবে। তাই মদন মাইতি ইঞ্জিনিয়ার মুখার্জির প্রিয় পাত্র হওয়ার জন্য অন্য পথ অবলম্বন করে।
সরাসরি মদন মাইতি টাকা দিয়ে ঘুষ দেয়নি অন্যরূপ উপায়ে সে সাহেবের নজর ঘোরাতে চেয়েছে। সে মুখার্জিবাবুকে বলেছে সে যে বাংলো কিনেছে সেখানে মুখার্জি সস্ত্রীক যেন যান-তার এবং তাদের কে খাঁটি দুধ, ঘি, সরু চাল খাওয়াবেন এমনকি শিকারের মতো নানান সুযোগ সুবিধার কথা বলেন এবং তাদেরকে নানা স্থান ঘোরাবেন বলে। তাতে কে না গিয়ে পারে। এক্ষেত্রে মুখার্জিবাবুর ক্ষেত্রে অন্যথা হয়নি। কিন্তু এক্ষেত্রে মুখার্জির স্ত্রী মীরা রাজি হননি। কারণ, তাদের এক মেয়ে আছে তাকে রেখে অন্যত্র যাওয়া সম্ভব নয়। কিন্তু এত ভালো অফার মুখার্জি হারাতে চাননি। তাই সে তার স্ত্রীকে পীড়াপীড়ি করে। যার ফলে তার স্ত্রী বেড়াতে যাওয়ার রাজী হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও তার মেয়ে বেবিকে ঘনিষ্ঠ বন্ধু সুজিতের কাছে রক্ষার দায়িত্ব দিয়ে যান। তি
মদন মাইতি একজন পাথরকুচি সাপ্ল্যায়ার তার নিজের কাজকে উদ্ধারের জন্য সে এত বড়ো অফার দেয়। অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় মদন মাইতি সরকারি ইঞ্জিনিয়ার মুখার্জি সাহেবের চোখে প্রথম শ্রেণীর পাথরকুচি গণ্য হওয়ার জন্য এতবড়ো ঘুষ দেয়। বেড়াতে গিয়ে মুখার্জির স্ত্রী যেমন পুরোনো দিনের যৌবনের স্মৃতি ফিরে পায়। তেমনি তার মেয়েকে সুজিতের হাতে দায়িত্ব দেওয়ায় সেটিও একপ্রকারে ঘুষ। এই থেকে গল্পের শেষ অংশে বোঝা যায় সবাই সবাইকে ঘুষ দেয়। এক্ষেত্রে মুখার্জির মেয়ে বেবি বলছে মদন মাইতি যেমন গিয়ে ঘুষ দিল তেমনি তার মাও সুজিতের হাতে দায়িত্ব দিয়ে গেল সেটিও ঘুষ। ছাতনীর ( পরিশেষে বলা হয়েছে। ‘ঘুষ’ গল্পে সবাই সবাইকে ঘুষ দিয়েছে।
Answer:- Ashapurnadevi's short story 'Gush'. Through this story, the writer has brought out the reality. Ashapurnadevi is a prolific writer of short stories. Ashapurnadevi wrote many novels but she is best known as a short story writer. He brings out the mentality of the characters through short stories. Bribery means gift. The two male characters in the discussed bribery story are one Madan Maiti and Mukherjee. Madan Maiti was a shop owner. He was a stone crusher supplier. He started using various ways to sell the goods of the shop. His goal was to reach the highest level. Therefore, if he does business with government engineer Mukherjee, the way of business will be widened. So Madan Maiti takes another route to become engineer Mukherjee's favorite.
Madan Maiti did not directly bribe him with money but he tried to attract the attention of Saheb by other means. He told Mukherjee Babu that Mukherjee's wife should go to the bungalow he had bought - he and he would feed them pure milk, ghee, thin rice and even talk about various privileges like hunting and take them around. Who can not go to that. In this case, it was not different in the case of Mukherjee Babu. But in this case, Mukherjee's wife Meera did not agree. Because, they have a daughter and it is not possible to leave her and go elsewhere. But Mukherjee did not want to lose such a good offer. So he insists on his wife. As a result, his wife agreed to go on a trip. But in spite of that he entrusts the protection of his daughter Baby to his close friend Sujith. T
Madan Maiti is a stone cutter supplier who offers so much to save his own work. This means that Madan Maiti paid such a huge bribe to be considered a first-class stone cutter in the eyes of the government engineer Mukherjee. While traveling Mukherjee's wife relives memories of her youth. Likewise, entrusting his daughter to Sujith is a form of bribery. From this in the last part of the story everyone bribes everyone. In this case, Mukherjee's daughter Baby says that Madan Maiti went and bribed her, so her mother also handed over the responsibility to Sujith. Chhatani (finally told. In the story 'Bribery' everyone has bribed everyone.
(প্রশ্ন) ‘ঘুষ' গল্পে নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। / Analyze the significance of naming in the story 'Bribery'.
উত্তর:- একজন লেখক বা লেখিকা যখন তার শিল্প নৈপুণ্যের বিকাশ ঘটায় তখন তা উদাসীনভাবে ঘটায় না। তার মধ্যে গল্পের যথার্থতা ও সচেতনতা সম্পূর্ণভাবেই নামকরণ করেন। কারণ নামকরণের মাধ্যমে গল্পের রূপটি পরিস্ফুট হয়ে ওঠে। লেখক বা লেখিকা গল্পের নামকরণ করেন গল্পের চরিত্রের নামে, গল্পের প্রধান ঘটনা অবলম্বনের মাধ্যমে বা গল্পের আদর্শের মাধ্যমে। কিন্তু আলোচ্য গল্পে লেখিকা ঘটনাকে অবলম্বন করে লেখিকা ঘুষ গল্পটির নাম দিয়েছেন। ঘুষ বলতে শুধুমাত্র টাকাকে বা কোনো উপহার দেওয়াকে বোঝায় না। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যখন অন্যকে কোনো অফার দেওয়া হয় তখন তাকেও ঘুষ বলে। কিন্তু বর্তমান সমাজে আম্মু মরা প্রতিটি মানুষই নিজের কাজকে উদ্ধারের জন্য নিরন্তর ঘুষ দিয়ে চলেছি। সেইরূপ ঘুষ গল্পে মদন মাইতি সরকারি ইঞ্জিনিয়ার সাহেবকে ঘুষ দিয়েছে। অন্য পথ অবলম্বনের মাধ্যমে। গল্পে মদন মাইতির ঘুষটি হল সে তার নিজের বাংলোতে মুখার্জি ও তার স্ত্রীকে পদধূলি দিতে বলেছেন। আর সুন্দর ভ্রমণেরও অফার দিয়েছে। এই রূপ ঘুষকে মুখার্জি সাহেব গ্রহণ করেছেন। কিন্তু প্রথমদিকে তার স্ত্রী রাজী হয়নি। তাদের মেয়ে বেবিকে রেখে যেতে হবে বলে। আবার মুখার্জি ও তার স্ত্রী বেড়াতে গিয়ে তাদের যৌবনের স্মৃতি রোমাঞন করবে এই ও ভেবেছেন। তাই নিরূপায় হয়ে তাদের মেয়েকে
মুখার্জির বন্ধুর ছেলের কাছে রেখে দিতে হয়। এক্ষেত্রে মা তার মেয়েকে ঘুষ দেয়। তাই পরিশেষে। গল্পের মাধ্যমে জানা যায়, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একে অপরকে ঘুষ দিয়েছে। এক্ষেত্রে ‘ঘুষ' ছোটগল্পটির নামকরণ যথার্থ হয়েছে।
Answer:- A writer does not do so indifferently when he develops his craft. In it, the accuracy and awareness of the story is completely named. Because the form of the story unfolds through naming. The author names the story after a character, a main event, or a story motif. But in the story in question, the author has given the name of the story of bribery by adopting the incident. Bribery does not mean only money or giving a gift. Bribery is when an offer is made to another to further one's own interests. But in today's society, every single person is constantly paying bribes to save their work. In the same bribery story, Madan Maiti bribed the government engineer. By other means. Madan Maiti's bribe in the story is that he asks Mukherjee and his wife to step in his own bungalow. And also offered beautiful trips. Mukherjee accepted this form of bribery. But at first his wife did not agree. Saying that they have to leave their daughter Baby. He also thought that Mukherjee and his wife would relive the memories of their youth while visiting. So Nirupaya became their daughter
Mukherjee had to leave it with his friend's son. In this case, the mother bribes her daughter. So finally. Through the story, it is known that they bribed each other to achieve their own interests. In this case, the naming of the short story 'Bribery' is correct.
0 Comments