উত্তর:-   বুদ্ধি হলো এমন একটি সহজাত মানসিক ক্ষমতা যা ব্যক্তিকে বিভিন্ন পরিবেশের সাথে সামস্যবিধান করতে সাহায্য করে এবং উন্নত চিন্তন ক্ষমতা ব্যবহারের মাধ্যমে মানসিক কাজ দ্রুত সম্পাদন করতে সাহায্য করে।একটি আদর্শায়িত অভীক্ষা হলো বিনে সাইমনের বুদ্ধির অভীক্ষা-১৯১৬ সালে টারম্যান বিনে সাইমন অভীক্ষার সংস্কার করার পর আবার ১৯৩৭ এবং

ভিতর বৃদ্ধির স্বরূপ বা বুদ্ধির প্রকৃতি 

 বুদ্ধির স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে দার্শনিকগণ ও মনোবিজ্ঞানীগণ বিভিন্ন তত্ত্ব উল্লেখ করেছেন। বুদ্ধি একক শক্তি না বহু শক্তির সমন্বয় এ সম্পর্কে পুরনো মতবাদগুলিকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়। 

 1.রাজতন্ত্রমূলক ধারণা,  2.সামন্ততন্ত্রমূলক ধারণা, 3.নৈরাজ্যমূলক ধারণা।

• রাজতন্ত্রমূলক ধারণা

 এখানে বুদ্ধিকে একক শক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে, ছোটো-বড়ো সব কাজেই বুদ্ধি প্রয়োজন হয়। একজন রাজা যেমন সমস্ত প্রজাকে নিয়ন্ত্রণ করেন, বুদ্ধি তেমনি সব ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে।

সামন্ততন্ত্রমূলক ধারণা 

 এই ধারণা অনুযায়ী বুদ্ধি একক শক্তি নয়। কতকগুলি বিশেষ শক্তির সমন্বয়ে বুদ্ধি গঠিত। কোনো রাজ্যে যেমন কয়েকজন সামস্ত থাকে যারা রাজাশাসনে বিশেষ ভূমিকা নেয় তেমনি বুদ্ধিও কয়েকটি শক্তির সমন্বয়ে গঠিত যা ব্যক্তির বিভিন্ন কাজে প্রয়োজন।

নৈরাজ্যমূলক ধারণা 

 কোনো রাজ্যে যেমন বহু প্রজা থাকে তেমনি মনের মধ্যে অসংখ্য সূক্ষ্ম মানসিক শক্তি আছে। এই অসংখ্য সূক্ষ্ম মানসিক শক্তির সমন্বয়ই হলো বুদ্ধি।
উপরিউক্ত মতবাদগুলি অনুমানভিত্তিক এবং কল্পনাপ্রসূত। কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকায় এগুলি বর্তমানে পরিত্যক্ত। বর্তমানে বুদ্ধির তাত্ত্বিক ব্যাখ্যা গণিতনির্ভর এবং বৈজ্ঞানিক যুক্তির উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্বগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়—উপাদানমূলক তত্ত্ব এবং জ্ঞানমূলক তত্ত্ব।


 Answer:- Intelligence is an innate mental ability that helps a person adapt to different environments and perform mental tasks quickly by using advanced thinking skills. An idealized aspiration is Beane Simon's Aspiration for Intelligence-Turman in 1916 reforming the Beane Simon Aspiration. Then again in 1937 and


The nature of inner growth or the nature of intelligence

  Philosophers and psychologists have proposed various theories about the nature of intelligence. The old doctrines about whether intelligence is a single power or a combination of many powers can be divided into three categories.

1. Monarchical concept, 2. Feudal concept, 3. Anarchist concept.

 Concept of Monarchy

  Here intelligence is considered as a single power, intelligence is required for all tasks big and small. As a king controls all his subjects, the intellect controls all actions.

Feudalism concept

  According to this concept, intelligence is not a single force. Intelligence consists of several special powers. Just as in a kingdom there are a few Samastas who play a special role in the kingship, so the intellect is made up of a number of powers that the individual needs for various tasks.

Anarchist concept

  As there are many subjects in a state, so there are many subtle mental forces in the mind. Intelligence is the combination of these numerous subtle mental powers.

The above theories are speculative and fanciful. They are currently abandoned as they have no scientific basis. Currently, theoretical explanations of intelligence are based on mathematics and scientific reasoning. These theories can be divided into two categories—constitutive theories and epistemic theories.