উত্তর:- আশাপূর্ণাদেবীর ‘ইজ্জত' গল্পে আলোচ্য উক্তিটি বলেছে বাসন্তীর মেয়ে জয়ী। জয়ী যখন দেখে মধ্যবিত্ত শিক্ষিত সমাজের মানুষেরাও বিপন্নদের সাহায্য করতে চায় না। তখন সে সুমিত্রা এবং মহীতোষকে উদ্দেশ্য করে এই কথা গুলি বলেছিল।বাসন্তী লোকের বাড়ি কাজ করে সংসার চালায়, ভাড়া দেয়, লোকের বাড়ি কাজ করার সুবাদেই সুমিত্রার সঙ্গে তার পরিচিত সে জানত সুমিত্রা নারী অনুভূতি একজন রমনী। তাই সে আশা করে তার মেয়েকে সুমিত্রার ঘরে রাখার দায়িত্ব নেবে। কিন্তু পুরুষাশিত সমাজে পুরুষের শাসনই অগ্রগণ্য তাকে সুমিত্রার স্বামী মহীতোষ বাসন্তীকে ঘরে রাখার অনুমতি দেয়নি।
বাসন্তী নানাভাবে কাকুতিমিনতি করলেও মহীতোষ তা মানেনি, বরং তাকে অপমান করেছে। লোকের বাড়িতে রাতেও কাজ করলে তার মেয়েকে ভালো ভাবে বিয়ে দিতে পারবে, ভালোভাবে সংসার চালাতেও পারবে। কিন্তু যুবতী মেয়ে রাখার দায়িত্ব কেউ নিল না। দরজা দরজা ঘুরেও মেয়ের আশ্রয়ের জায়গা পেল না। শেষে মেয়েকে বাসন্তী সুমিত্রার কাছে নিয়ে গেল। সুমিত্রার কাছে কাতর অনুনয় বিনয় করায় সুমিত্রা রাজী হয়। কিন্তু সুমিত্রার স্বামী এই কথা শুনে ক্রুদ্ধ হয়ে যায়। সুমিত্রাকে গঞ্জণা করে। আর বলে বাসন্তীর মেয়ে জয়ীকে যেন তার ঘরে আশ্রয় না দেওয়া হয়। কারণ, মেয়েটি যেহেতু বস্তিবাসী ছোটোলোক তাই নানা কারণে বিপদ ঘনিয়ে আসতে পারে। এইরূপ নানা ভাবনা মহীতোষ তার স্ত্রীকে বলে, যা রচনার মধ্যে উদ্ধৃত হয়।
Answer:- In the story 'Ijjat' by Ashapurnadevi, the mentioned quote is said by Basanti's daughter Jayi. Even middle-class educated people do not want to help the needy when they see Jaya. Then he said this to Sumitra and Mahitosh. Vasanti runs the family by working in people's houses, pays rent, he knew Sumitra by virtue of working in people's houses, he knew that Sumitra was a romantic woman. So she hopes to take the responsibility of keeping her daughter in Sumitra's house. But in a patriarchal society, male rule is paramount, not allowing her to keep Sumitra's husband, Mahitosh Basanti, at home.
Although Basanti begged her in many ways, Mahitosh did not accept it, instead insulted her. If you work at people's houses even at night, you will be able to marry your daughter well, and you will be able to manage your family well. But no one took the responsibility of keeping the young girl. Even after going door to door, the girl could not find shelter. Finally, Basanti took the girl to Sumitra. Katar pleads with Sumitra and Sumitra agrees. But Sumitra's husband got angry hearing this. Sumitra is ganjana. And says Basanti's daughter Jayi should not be given shelter in her house. Because, since the girl is a slum dweller, danger may come due to various reasons. Such are the thoughts Mahitosh tells his wife, which are quoted in the essay.
0 Comments