উত্তর:- আলোচ্য উক্তিটির বক্তা আশাপূর্ণাদেবীর ‘ইজ্জত' গল্পের অন্যতম চরিত্র বাসন্তী। বাসন্তী বস্তির বাসিন্দা। বাসন্তীর মেয়ে জয়ী অপরূপ সুন্দরী। বাসন্তীর মেয়ে জয়ীকে নিয়ে বিপদের কথা বলা হয়েছে। বাসন্তী লোকের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালায়। বাসন্তী দেখতে ভালো না হলেও তাঁর চৌদ্দো-পনেরো বছরের মেয়ে জয়ী ছিল তাঁর বাবার মতো দেখতে। এই বয়সে এইরূপ সন্দরী মেয়ের পক্ষে একা বস্তির বাড়িতে থাকা সম্ভব না। বাসন্তী কাজে বেরালে তার মেয়েকে কার কাছে রেখে যাবে এনিয়ে সমস্যায় পড়েছিল। কারণ, বস্তির কিছু অসামাজিক বদ ছেলে জয়ীকে দেখে নানা অঙ্গভঙ্গী করে, শিস্ দেয়, ইচ্ছে করে গায়ে ধাক্কা দেয়, অশ্লীল গান গায়।

     এছাড়াও এমন অনেক কিছু করে যা মুখে আনা যায় না । বাসন্তী ভোর সকালে কাজে বেরোয় আর রাত দশটায় বাড়ি ফেরে। কিছু পয়সার জন্য সে এখন এক বৃদ্ধাকে দেখার কাজ নেয়। তাই জয়ীকে রাতে বাড়িতে রেখে যাওয়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সে তার মেয়েকে ভালোভাবে রেখে তাঁর তার ইজ্জত রক্ষার জন্য এর ওর বাড়িতে আশ্রয়ের জন্য প্রার্থনা করে। বাসন্তী কাজের মেয়ে হলেও সে স্বভাব চরিত্রে নম্র ও সভ্য। তাঁর মেয়ে জয়ীও স্বভাবের হয়েছে। তাই সে বস্তিতে একা থাকতে ভয় পায়। তাই তার মার সঙ্গে তার আশ্রয়ের জন্য বাড়ি বাড়ি প্রার্থনা করে। কিন্তু বাসন্তী বস্তি এলাকার মানুষ বলে তার মেয়েকে কেউ আশ্রয় দিতে চায়নি। শেষ পর্যন্ত বাসন্তী তার পূর্ব পরিচিত সুমিত্রার কথা মনে পড়ে। তার পর সে সুমিত্রার বাড়ি যায় আশ্রয়ের জন্য। বাসন্তী জানতো সুমিত্রা শিক্ষিত ও মধ্যবিত্ত ঘরের মহিলা। তাই সে তাকে ফিরিয়ে দেবে না। সুমিত্রার মনে মানবিক অনুভূতিবোধ ও সংবেদনশীল মনোভাব আছে। বাসন্তী যখন সুমিত্রাকে তার মেয়েকে রাখার জন্য বস্তির এলাকার বদ ছেলেদের কথা বলে, তখন তার মনে মানবিক অনুভূতি জেগে ওঠে। সে বাসন্তীকে বলে তার মেয়ের ইজ্জত সে রক্ষা করবে।

     কিন্তু সুমিত্রা তার স্বামীর অনুমতি ছাড়াই জয়ীকে তার বাড়িতে রাখবে কথা দিয়ে দেয় বাসন্তীকে। বাসন্তী সুমিত্রাকে বলে যে, তার বাড়িতে শুধু মেয়েলোক আছে, তাই সে তার কাছে রাখার ভরসা পায়। বাসন্তী সুমিত্রাকে বলে তোমার এঁটোকাটা খাবে, যতটা পারবে খাটবে, বাসন মাজবে, বাড়ির সমস্ত কাজ করে দেবে। খালি তুমি মেয়েটাকে আশ্রয় দেবে। আলোচ্য উক্তির মাধ্যমে বাসন্তী তার মেয়ের জন্য সুমিত্রার কাছে আশ্রয় চায়তেই এইরূপ মন্তব্য করেছেন।


Answer:- Basanti is one of the characters in the story 'Ijjat' by Ashapurnadevi, the speaker of the discussion. Resident of Basanti Basti. Basanti's daughter Jayi is a beautiful beauty. Basanti's daughter Jayi is said to be in danger. Basanti people run their household by working from house to house. Although Basanti was not good looking, his fourteen-fifteen-year-old daughter Joy looked like her father. At this age, it is not possible for such a traveling girl to live alone in a slum house. Basanti had a problem with whom to leave her daughter when she went to work. Because, some anti-social bad boys of the slum make various gestures, whistling, bumping and singing obscene songs when they see Jayi.

      It also does many things that cannot be put into words. Basanti leaves for work early in the morning and returns home at ten at night. For some money he now takes the job of looking after an old woman. So it becomes impossible for him to leave Jaya at home at night. So she prays for her shelter in her house to keep her daughter safe and protect her honor. Although Basanti is a maid, she is humble and polite in character. His daughter Jayi is also of good nature. So she is afraid to be alone in the slum. So he prayed from house to house for his shelter with his mother. But no one wanted to give shelter to her daughter as Basanti was a slum dweller. Finally Vasanti remembers her previous acquaintance Sumitra. After that he goes to Sumitra's house for shelter. Basanti knew that Sumitra was an educated and middle-class woman. So she won't give him back. Sumitra has human feelings and sensitive attitude. When Vasanti tells Sumitra about the bad boys in the slums to keep her daughter, she feels a sense of humanity. He tells Vasanti that he will protect his daughter's honor.

      But Sumitra promises Basanti that she will keep Jayi in her house without her husband's permission. Vasanti tells Sumitra that there are only girls in her house, so she trusts him to keep her. Basanti tells Sumitra that she will eat your food, eat as much as she can, wash the dishes, do all the housework. Only you will give shelter to the girl. Basanti made this comment while seeking refuge with Sumitra for her daughter through the mentioned quote.