উত্তর:→ আশাপূর্ণাদেবীর 'ইজ্জত' গল্পে সুমিত্রার আর্ত জিজ্ঞাসা রূপটি আলোচ্য গল্পে তুলে ধরেছেন। শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের বউ সুমিত্রা। মহীতোষ সুমিত্রার স্বামী। মহীতোষ স্ত্রী রূপে সুমিত্রাকে পাওয়ায় গর্ব বোধ করে। সংসারের সবকিছুর ভার সুমিত্রাকে সামলাতে হয়। সুমিত্রা সংবেদনশীল অনুভূতিপ্রবণ এক নারী। তাই বাসন্তী তার মেয়ের ইজ্জত রক্ষার দায়িত্ব সুমিত্রাকে দেয়। সুমিত্রা তার মেয়েকে রাখার দায়িত্ব নিতে সম্মতি জানায়। — কিন্তু মহীতোষের স্বামী এই কথা শুনে রাজী হয়নি। তার মতে একজন বস্তির মেয়েকে বাড়িতে আশ্রয় দেওয়া মানে তাদের সংসারের মর্যাদা নষ্ট করা। 

       পুরুষাশিত সমাজে পুরুষের মতামতটাই মেনেনিতে হয়। তাই মহীতোষের মত অনুযায়ী বাসন্তীর মেয়েকে রাখার দায়িত্ব নেয়নি। মহীতোষ তার স্ত্রী কে বলেন স্বামীর মত না নিয়ে সে কি ভাবে অন্যের কথায় রাজি হয়ে যায়। স্ত্রীর অধিকার কেবল গৃহস্থের মধ্যেই সীমিত। স্বামীর এই রূপ আচরণে সুমিত্রা বেদনায় বিপর্যস্ত হয়। সংসারে নারীদের স্বাধীণভাবে কোনো কিছু করার অধিকার নেই। এই রূপ মনোভাব গল্পের মাধ্যমে বোঝা যায়। পুরুষাশিত সমাজে পুরুষের অধিকারই প্রাধান্য পায়, সংসারে পুরুষের আদেশ বাহক হয়ে থাকতে হয়। সেই রূপ কারণেই বাসন্তীর মেয়ের ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়েছে। এর সঙ্গে সঙ্গে সুমিত্রার ইজ্জতও লুণ্ঠিত হয়েছে। সুমিত্রা ভাবে বাসন্তী ও তার মেয়ে জয়ীকে প্রত্যাখ্যান করার সঙ্গে তাকে নিয়ে মোট তিনজন মেয়ের ইজ্জত নষ্ট হলো। 

     কিন্তু এই ইজ্জতের ব্যাপারটি কেবল তিনজন মেয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে দিয়ে সমগ্র সমাজে নারী জাতির অবস্থা বা মর্যাদার কথা বলা হয়েছে। নারীসমাজে নারী জাতির সমাজে পুরুষের মিলর আঞ্জ

Ans:→ In Ashapurnadevi's story 'Ijjat', Sumitra's plea has been presented in the story in question. Sumitra is a wife of an educated middle class family. Mahitosh Sumitra's husband. Mahitosh feels proud to have Sumitra as his wife. Sumitra has to handle the burden of everything in the world. Sumitra is a sensitive and emotional woman. So Basanti entrusts Sumitra with the responsibility of protecting her daughter's honor. Sumitra agrees to take the responsibility of keeping her daughter. — But Mahitosh's husband did not agree to hear this. According to him, sheltering a slum girl at home means destroying the dignity of their family.

        In a patriarchal society, men's opinions are to be accepted. So according to Mahitosh's opinion, Basanti did not take the responsibility of keeping the daughter. Mahitosh asks his wife how she can agree to other's words without taking her husband's opinion. The wife's rights are limited only to the household. Sumitra is distressed by this behavior of her husband. Women do not have the right to do anything independently in the world. This form of attitude is understood through stories. In a patriarchal society, the rights of men prevail, men have to be the order bearers in the world. Because of that form, Vasanti failed with the responsibility of protecting her daughter's honor. Along with this, Sumitra's honor has also been spoiled. With Sumitra rejecting Basanti and her daughter Joy, a total of three girls lost their honor with her.

      But this matter of honor is not limited to only three girls. Through this, the status or status of women in the entire Hindu society has been highlighted. In the Hindu society, women are only subordinates of men in the society. For men, housewife means to serve husband, father-in-law, sons and daughters. This rule is an obstacle in the life of girls from the beginning to the end. They have no such thing as independent opinion. Women cannot have independent thinking and higher education, higher ideals. Because, they live in a patriarchal society. In this way, all women live as servants under the orders of men. Not only Basanti, her daughter Jaya and Mahitosh's wife Sumitra, the entire female race is submissive in a male-dominated society. Therefore, the identity of the entire Hindu women without dignity and honor has been revealed through Sumitra's plea through the mentioned quote.