উত্তর :- আশাপূর্ণাদেবীর রচিত 'ইজ্জত' গল্পে বাসন্তী তার মেয়েকে নিয়ে যে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিল, সেই সমস্যার কথা বলতে গিয়েই সুমিত্রাকে এরূপ কথা বলেছেন।
বাসন্তীর মেয়ে জয়ী চৌদ্দ-পনেরো বছরের অপূর্ব সুন্দরী তার মেয়ে এত সুন্দর যে কেউ এরূপ মানতে চান না। বাসন্তীর মেয়ে জয়ী অপরূপ সুন্দরী এসম্বন্ধেও নানা রূপ মনোভাব আছে। কেউ কেউ বলে, বাসন্তী যেহেতু কাজের লোক তাই বাবুদের বাড়ি থেকে তাদের মেয়েকে চুরি করেছে। বাসন্তীর মেয়ে বাসন্তীর মতোই চরিত্রবান। এই যুবতী মেয়েকে নিয়ে যত সমস্যা বাসন্তীর। স্বামী মারা যাবার পর সে বাঁচার তাগিদে বস্তি এলাকায় উঠে ও লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। মেয়ে যখন ছোট ছিল তখন কোনো সমস্যা ছিল না । কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে নানা সমস্যা। মেয়ের রূপে যৌবনই একমাত্র কাল হয়ে দাড়িয়েছে। বাসন্তীর কাছে ।
বাসন্তী তার রূপবর্তী মেয়েকে নানা জায়গায় আশ্রয়ের জন্য যায় কিন্তু ব্যর্থ হয়। তাই বাসন্তী বলেছে - “যে কোনো সময় সাপ তাকে ছোবল মারতে পারে, বাঘ কামড় দিতে পারে।” বাসন্তী সকালে কাজে বেড়ায় তখন জয়ী আশেপাশের বাড়ি গুলোতে থাকে। তার একা থাকার সাহস হয়ে উঠে না। মেয়ে যখন তার কাজের জন্য বাইরে বের হয় তখন বস্তির অসামাজিক যুবকেরা শিস্ দেয়, অভদ্র ব্যবহার করে। যা জয়ীর রুচিবোধ হয় না।
Ans :- In the story 'Ijjat' written by Ashapurnadevi, Basanti says this to Sumitra while talking about the problem she was facing with her daughter.
Basanti's daughter Jai is a fourteen-fifteen-year-old gorgeous beauty, her daughter is so beautiful that no one wants to accept it. Basanti's daughter Jayi is a beautiful beauty and there are different attitudes about this. Some say that Basanti, being a working man, stole their daughter from Babu's house. Basanti's daughter has character like Basanti. Basanti has many problems with this young girl. After the death of her husband, she went to the slum area to survive and worked in people's houses to run the family. There was no problem when the girl was little. But with growing up there are many problems. In the form of a girl, youth is the only time. Near Basanti.
Basanti tries to shelter her daughter in various places but fails. So Basanti says - "Any time a snake can bite him, a tiger can bite him." Basanti goes to work in the morning while Joy stays in the neighboring houses. He does not dare to be alone. When the girl goes out for her work, the slum's anti-social youths whistle, use rudeness. Which is not Jai's taste.
0 Comments