উত্তর- ছোটোগল্প বলতে বোঝায় ছোটো ছোটো ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট আর শেষে থাকে অতৃপ্তি, ব্যঞ্জনা ও ব্যর্থতা। আশাপূর্ণা দেবীর রচিত 'ইজ্জত' গল্পেও অনেক ছোটো ছোটো দুঃখ, কষ্ট,

বেদনা, ব্যর্থতা রয়েছে। তাই তাঁর এই ছোটোগল্পটি সার্থক রচনা। ইজ্জত এই গল্পে বাসন্তীর মেয়ে জয়ীর ইজ্জত রক্ষার কথা বলা হয়েছে। ইজ্জত রক্ষার চেষ্টা ও লড়াই এই গল্পের মুখ্য বিষয়। বাসন্তী লোকের বাড়িতে কাজ করে আর তার যুবতী মেয়ে অপরুপ সুন্দরী হওয়ায় তার দিকে বস্তির ছেলেরা লোলুপ দৃষ্টিতে তাকায়। সুযোগের হাতছাড়া হলেই তারা মেয়েটির ইজ্জত লুন্ঠন করবে। তাই তার মা মেয়েটি কে নিরাপদ আশ্রয়ের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। শেষে সুমিত্রার কাছে আশা প্রার্থী হয়। কারণ সুমিত্রা একজন অনুভূতি প্রবণ নারী। মেয়েটির বিপদ এবং দুঃখের কথা চিন্তাকরে সে আশ্রয় নিতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি কারণ সুমিত্রার স্বামী বাসন্তীকে ছোটো লোক বলে অভিহিত করে বলেছিল। এই সব মানুষের নানা রূপ মিথ্যা অপবাদ দিয়ে অর্থ আদায় করে থাকবে, যার ফলে তাদের নিজেদের সংসারে নানারূপ অশান্তি হতে পারে। সমাজে ঐরূপ বহুমানুষ আছে যারা এরূপ অপবাদ দিয়ে অর্থ আদায় করে। এইরকম কল্পনা মহীতোষের মধ্যে হয়েছে। তাই কোনো ভাবেই বাসন্তীর মেয়েকে তার বাড়িতে থাকার দায়িত্ব নেবে না। মহীতোষের স্ত্রী সুমিত্রা যে কথা দিয়েছে তাতে তার ইজ্জত নষ্ট হলেও মহীতোষের কোনো রূপ কুণ্ঠবোধ হয় না ।

‘ইজ্জত’ গল্পের মাধ্যমে লেখিকা পুরুষাশাসিত সমাজে নারীর অবস্থা রূপ তা দেখিয়েছেন। বাসন্তীকে কথা দেওয়া সত্ত্বেও সুমিত্রা কথার মর্যাদা না কী রাখতে পারায় সুমিত্রার যে ইজ্জত নষ্ট হয়েছে তাতে তার কোনোরূপ বোধ হয়নি। বাসন্তীর মেয়ে ছোটো লোক, নিম্নবিত্ত তার বাড়িতে রাখলে জয়ীর ইজ্জত রক্ষার থেকেও মহীতোষের ইজ্জত ক্ষুণ্ন হবে এরূপ আলোচিত হয়।


Q) What are the characteristics of short stories? Discuss whether the story of Izzat is worthwhile as a short story and write what is the meaning of the word Izzat? Discuss the image the narrator portrays of women's subservient worthlessness in a patriarchal society.

Answer- Short stories mean small pains, pains, sorrows, sufferings and fin00ally there is dissatisfaction, disappointment and failure. In the story 'Ijjat' written by Ashapurna Devi, there are many small sorrows, hardships,

    There is pain, failure. So this short story of his is a worthwhile work. Ijjat This story tells about Basanti's daughter Joy's defense of her honor. Struggle and struggle to protect honor is the main theme of this story. Basanti works in a man's house and his young daughter is so beautiful that the slum boys look at her lustfully. They will rob the girl's honor only if the opportunity is missed. So her mother goes from door to door looking for safe haven for the girl. At the end, Asha became a candidate for Sumitra. Because Sumitra is an emotional woman. Thinking of the girl's danger and sorrow, he sought refuge. But in the end it was not possible because Sumitra's husband called Basanti a small person. All these people will collect money by various forms of false slander, which may cause various disturbances in their own world. There are many people in the society who earn money by such slander. Such imaginations have been in Mahitosha. So in no way will Basanti's daughter be responsible for staying in her house. Mahitosh's wife Sumitra's words have destroyed his honor, but Mahitosh does not feel any sense of shame.

    Through the story 'Ijjat', the author has shown the status of women in a male-dominated society. Despite her promise to Basanti, Sumitra did not feel any sense that Sumitra's honor was lost because she could not keep her word. It is discussed that if Basanti's daughter is kept in his house by a small person, the lower class, Mahitosh's honor will be undermined rather than Jai's honor.