উত্তর ভূমিকা: বর্তমান যুগ হলো বিশ্বায়নের যুগ, বহুজাতিক সংস্থার প্রাধান্যের যুগ। জাতিরাষ্ট্রের প্রাধান্য ও চরম সার্বভৌমিকতাকে কার্যকর করে তোলার অবকাশ বর্তমান বিশ্বায়নের যুগে নেই বলে অনেকে মনে করেন।
বিশ্বায়নের প্রবক্তারা মনে করেন, অগ্রগতিকে সংকটাপন্ন করে তোলা আদৌ যুক্তিযুক্ত কাজ নয়। বরং স্বচ্ছল গতিতে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য সমস্ত মহলকে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ একমাত্র বিশ্বায়নের মাধ্যমেই উন্নয়নশীল দেশগুলি থেকে দারিদ্র্য, অশিক্ষা ও নিরক্ষরতা, রোগ এবং অন্যান্য অসুবিধা দূর করা সম্ভব। যাই হোক বিশ্বায়নের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও রয়েছে।
অসুবিধা: বিশ্বায়নের কতকগুলি অসুবিধা রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো–
অর্থব্যবস্থা: অর্থনীতি বা অর্থব্যবস্থার ক্ষেত্রে বিশ্বায়নের প্রসার যথেষ্ট নয়। একে ফলপ্রসূ করে তুলতে হলে অর্থনীতি বা অর্থব্যবস্থা সংক্রান্ত কাজকর্মকে নমনীয় করা, বিশ্বায়নের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা গঠন আজ পর্যন্ত হয়নি। এ বিশ্ব সরকার অদূর ভবিষ্যতে গড়ে উঠবে বলেও মনে হয়। না।
প্রতিষ্ঠান: ওপরের সমস্যার সমাধানে আন্তর্জাতিক আইন, বিধি, প্রতিষ্ঠান ও পরিচালন কর্তৃপক্ষ স্থাপন জরুরি কিন্তু সমস্যা হলো বিড়ালের গলায় ঘণ্ট বাঁধবে কে?
শিল্পোন্নত রাষ্ট্রগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন আছে যার নাম O.E.C.D.(Organization for Economic Co-operation and Development) কিন্তু উন্নয়নশীল দেশগুলির এক্ষেত্রে পুর্ণাঙ্গ আস্থার অভাব লক্ষ করা যায়।
আয়ের বৈষম্য: বিশ্বায়ন বিশ্বের নানা স্থানে এমনকী একই দেশের নান অঞ্চলে আয়ের ক্ষেত্রে অসম্ভব বৈষম্য সৃষ্টি করেছে। বিশ্বায়ন সম্পদ বণ্টনে বৈষম্য তো দূর করতে পারেনি, উপরন্তু তা বাড়িয়ে দিয়েছে। এই বৈষম্য অতীতে ছিল এবং বিশ্বায়নের পরেও বৈষম্যের অস্তিত্ব বিদ্যমান।
একমেরুতা: আন্তর্জাতিক সমাজে বর্তমানে একমেরুতা প্রকট আকারে দেখা দিয়েছে। বিংশ শতকের নয়ের দশকের আগে পর্যন্ত বিশ্বরাজনীতিতে দ্বিমেরুতা ছিল। একদিকে বিরাজ করত আমেরিকা এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু একদিকে বিশ্বায়নের চাপ অন্যদিকে এই রাষ্ট্রপুঞ্জের কর্তৃত্বের হ্রাস। অনেকের মতে, রাষ্ট্রসংঘের কর্তৃত্ব ও প্রভাব কমে যাওয়ায় বিশ্বায়নের অগ্রগমনে নানা অসুবিধার আবির্ভাব ঘটেছে।
পৃথক দেশের গঠন: বিশ্বায়নের আরেকটি সমস্যা উল্লেখ এখানে করা যেতে পারে। নানা দেশে শ্রমিকদের যাতায়াত, রুজি-রোজগার ও বসবাস পৃথক পৃথক দেশের আইনের দ্বারা পরিচালিত হলে নানা প্রকার জটিলতার উদ্ভব ঘটবে বলে মনে করা হয়।
Discuss the advantages and disadvantages of globalization. Or, argue for and against globalization?
0 Comments