সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা :- সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা প্রসঙ্গে অধ্যাপক বটোমর বলেছেন- 'সামাজিক গোষ্ঠী এমন কিছু ব্যক্তির সমষ্টি ১. যাদের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক থাকে এবং ২. যারা প্রত্যেকে গোষ্ঠীজীবন ও ভার প্রতীকী রূপগুলি সম্পর্কে সচেতন। ম্যাকাইভার ও পেজ-এর মতে গোষ্ঠী বলতে আমরা বুঝি পারস্পরিক নির্দিষ্ট সামাজিক সম্পর্কে সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টিকে। এখানে গোষ্ঠী হল ব্যক্তিবর্গের পারস্পরিক সম্বন্ধ। জিসবার্ট এর মতে
সামাজিক গোষ্ঠী হল পরস্পরের সঙ্গে ক্রিয়া- প্রতিক্রিয়াশীল ও একটি স্বীকৃত সংগঠন সম্বলিত মনুষ্য
বোগারদাসের মতে যখন একাধিক ব্যক্তি একই প্রকার উদ্দেশ্যযুক্ত হয় ও একে অন্যের ওপর প্রতিক্রিয়াশীল হয়ে সাধারণ একটি দায়বদ্ধতা থেকে একই প্রকার কাজকর্ম করে থাকে তাকে সামাজিক গোষ্ঠী বলে।
       অর্থাৎ, সামাজিক গোষ্ঠী হতে হলে- ১. একের অধিক জনসংখ্যা থাকতে হবে, ২. জনসংখ্যার মধ্যে একটি লক্ষ্যের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে, পরস্পরের প্রতি পরস্পর প্রতিষ্ঠিত পদ্ধতিতে ক্রিয়াশীল দুই বা ততোধিক মানুষ সংঘবদ্ধ হলে তাকে গোষ্ঠী বা দল বলে।