উত্তর:- আশাপূর্ণাদেবীর গল্প ‘বৃত্ত’এই গল্পাংশে বিপরীত মেরুসম্পন্ন দুই মানুষের কথা ব্যক্ত করেছেন। একদিকের মেরু হল - শিবানন্দ আর অন্যদিকের মেরু হল হরিসাধন । শিবানন্দ পড়াশোনা জগতের ব্যক্তি আর হরিসাধন পাকা বিষয়ী মানুষ। বৃত্ত গল্পাংশে মধ্যবিত্ত মানুষের মনস্তাত্ত্বিক দিকে ফুটে উঠেছে। শিবানন্দ ছিলেন কলেজের শিক্ষক। কলকাতার ছোটো ফ্ল্যাটের বাসিন্দা ছিল। তার বন্ধু ছিল হরিসাধন। একদিন হরিসাধনের বাড়ি দেখতে গেলেন শিবানন্দ ৷ দেখলেন গ্রামে তার বাড়ি। মাছ ভর্তি পুকুর। বাড়ির গোলায় শস্য ভর্তি। বাড়িতে প্রচুর গোরু। 

   গোরুর দুধ থেকে মাখন, ঘি তৈরি হয়। এসব কিছু শিবানন্দ দেখেন এবং তার বাড়িতে খাওয়া দাওয়াও করেন। আবার শিবানন্দ ব্যাগ ভরে গ্রামের টাটকা জিনিস নিয়ে ফ্ল্যাটে ফিরে আসেন ফ্ল্যাটে ফিরে এসে তার স্ত্রীর সঙ্গে কোনরূপ আলোচনা না করে নিজের কাজে যান। অর্থাৎ সে সেখান থেকে ফিরে এসে স্নানে যান। স্নান থেকে এসে সে কিছু খাবে না বলে দেন। সে তার বন্ধুর কথা চিন্তা করে নিজের কথা ভাবে যে শূন্যতায় ভুগছে। তারপর সে নিজের কথা ভাবতে থাকে। 

  হরিসাধন গ্রাম্য পরিবেশের এক মানুষ সে গ্রামের জমিজমা, পুকুর নিয়ে থাকেন। আর অপরদিকে শিবানন্দ বই কিনে আর পড়ে। কারণ শিবানন্দ হরিসাধনের মতো হতে পারবে না । তাই সে নিজের শূন্যতা পূরণের জন্য প্রচুর বই পড়ে। যার ফলে একদিন লাইব্রেরী ভর্তি বই-ই তার শ্রেষ্ঠ সঞ্চয় হয়। পরিশেষে বলা হয়েছে প্রতিটি মানুষেরই নিজের নিজের বৃত্তের মাধ্যমে পরিপূর্ণতা ফিরে আসে। এখানে বৃত্ত গল্পটি নামকরণের সার্থকতা হয়েছে।


Answer:- Ashapurnadevi's story 'Vurta' tells about two people with opposite poles in this story. One pole is Shivananda and the other pole is Harisadan. Shivananda is a man of learning and Harisadan is a seasoned man of affairs. The psychological side of the middle class people is revealed in the circle story. Sivananda was a college teacher. He lived in a small flat in Kolkata. His friend was Harisadan. One day Shivananda went to see Harisadan's house He saw his house in the village. Pond full of fish. The house is full of grain. Lots of cows at home. Butter and ghee are made from cow's milk. Shivananda saw all these things and ate at his house. Again Shivanand returned to the flat with the fresh things of the village in his bag, returned to the flat and went to his work without any discussion with his wife. That is, he returned from there and went to bath. After coming from the bath, he said that he will not eat anything. He thinks of his friend and thinks of himself suffering from emptiness. Then he started thinking about himself. Harisadan is a man of rural environment who lives with village land and pond. And on the other hand Shivananda buys and reads books. Because Shivananda cannot be like Harisadan. So he reads a lot of books to fill his emptiness. As a result, one day a library full of books is his best collection.

Finally, it is said that each person returns to perfection through his own circle. Here is the merit of naming the circle story.