উত্তর:-  

থার্স্টোন-এর মৌলিক মানসিক সামর্থ্য সম্বন্ধীয় মতবাদ (Thurstone's theory of Primary mental abilities):

আমেরিকার প্রখ্যাত মনোবিদ থার্স্টোন স্পীয়ারম্যানকে অনুসরণ করেও নানা বুদ্ধি-অভীক্ষা প্রয়োগ ক’রে পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্ত করেন যে, সাধারণ বুদ্ধি সামর্থ্য বা ‘g' বলে বস্তুত কিছু নেই – বুদ্ধি হচ্ছে কয়েকটি মৌলিক সামর্থ্যের সমন্বয়। স্পীয়ারম্যানের ন্যায় থার্স্টোনও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের ওপর বুদ্ধি-অভীক্ষা (intelligence test) প্রয়োগ করেন, যদিও স্পীয়ারম্যান থেকে ভিন্ন সিদ্ধান্তে উপনীত হন। বিভিন্ন অভীক্ষালব্ধ ফলাফল থেকে থার্স্টোন এই সিদ্ধান্তে উপনীত হন যে, বুদ্ধি কোন একক সামর্থ্য ('g') নয়, 'বুদ্ধি বলতে আসলে বোঝায় সাতটি মৌলিক সামর্থ্য। 

এই সাতটি  মৌলিক সামর্থ্য হল :

(১) বাক্যের অর্থ সম্যকভাবে বুঝবার সামর্থ্য অর্থাৎ বাক্যের অর্থবোধ-সামর্থ্য (Verbal comprehension ability, সংক্ষেপে 'V')।
(২) দ্রুত যথাযথ শব্দ প্রয়োগের সামর্থ্য অর্থাৎ সম্যরূপে কথা বলার সামর্থ্য (Ability of word fluency, সংক্ষেপে ‘W')।
(৩) সংখ্যা ব্যবহার করার সহজ সামর্থ্য অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের সামর্থ্য (Nu-merical ability, সংক্ষেপে ‘N')।
(৪) স্মৃতি-সামর্থ্য অর্থাৎ বিষয়বস্তুকে মনে রাখা ও মনে করার সামর্থ্য (Memory, সংক্ষেপে- 'M'')।
(৫) প্রত্যক্ষ করার সামর্থ্য অর্থাৎ প্রত্যক্ষগোচর বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করার সামর্থ্য (Perceptual ability, সংক্ষেপে 'P') ।
(৬) স্থানগত সম্বন্ধ নিরূপণ করার সামর্থ্য অর্থাৎ দেশস্থিত বিভিন্ন বস্তুর মধ্যে দেশগত সম্বন্ধ প্রত্যক্ষ করার সামর্থ্য (Ability to visualise relationship in Space, সংক্ষেপে 'S')।
(৭) আরোহী বা অবরোহী যুক্তি তর্কের সামর্থ্য (Reasoning ability, সংক্ষেপে ‘R')। থার্স্টোনের মতে, বুদ্ধি হচ্ছে উপরোক্ত সাতটি সামর্থ্যের এক সম্মিলিত রূপ। অবশ্য প্রত্যেকটি বুদ্ধিমূলক কাজে যে সাতটি সামর্থ্যই উপস্থিত থাকে, এমন নয়—ক্ষেত্র বিশেষে এবং প্রয়োজন অনুসারে সাতটি সামর্থ্যের কয়েকটি উপস্থিত থাকে। যেমন, কোন এক বুদ্ধিমূলক কাজে ১, ২, ৪- এর অন্তর্গত সামর্থ্যের, অপর কোন বুদ্ধিমূলক কজে ৩, ৪, ৭-এর অন্তর্গত সামর্থ্যের, আবার অপর কোন বুদ্ধিমূলক কাজে ৪, ৫, ৬-এর অন্তর্গত সামর্থ্যের প্রয়োজন হতে পারে। তেমনি আবার এমন কোন বুদ্ধিমূলক কাজও থাকতে পারে যেখানে সাতটি সামর্থ্যের প্রত্যেকটির প্রয়োজন

বঙ্গানুবাদ

Answer:- Thurstone's theory of primary mental abilities:

Following Thurstone Spearman, the renowned American psychologist, applied various intelligence tests and concluded on statistical basis that there is no such thing as general intelligence or 'g' - intelligence is a combination of a few basic abilities. Like Spearman, Thurstone also applied intelligence tests to college students, although he came to different conclusions than Spearman. From various empirical findings, Thurstone concluded that intelligence is not a single ability ('g'), 'intelligence actually refers to seven basic abilities. 

These seven basic capabilities are:

(1) Verbal comprehension ability, abbreviated as 'V'.
(2) Ability of word fluency, abbreviated as 'W'.
(3) Simple ability to use numbers i.e. ability to solve mathematical problems (Nu-
merical ability, abbreviated as 'N').
(4) Memory-ability ie the ability to remember and remember the content (Memory, abbreviated- 'M'').
(5) Perceptual ability, abbreviated as 'P', means the ability to determine similarities and contrasts between different visible objects.
(6) The ability to determine spatial relationships, that is, the ability to visualize relationships in space (abbreviated as 'S').
(7) Ascending or descending reasoning ability (Reasoning ability, abbreviated as 'R'). According to Thurstone, intelligence is a combination of the above seven abilities. Of course, not all seven abilities are present in every intellectual task—some of the seven abilities are present in specific contexts and needs. For example, one intellectual task may require the ability of 1, 2, 4, another intellectual task may require the ability of 3, 4, 7, and another intellectual task may require the ability of 4, 5, 6. Likewise, there may be intellectual tasks that require each of the seven abilities