অভীক্ষার শ্রেণিবিভাগ :-

(Classification of Psychological) নেক দিন আগে থেকেই মনোবিজ্ঞানীরা অভীক্ষাগুলিকে শ্রেণিবিভাগ করেছেন । সাধারণত কোনো ধরনের মনোবৈজ্ঞানিক অভীক্ষা প্রয়োগগত প্রকৃতির দিক থেকে দু-ভাগে ভাগ এ যেতে পারে। যেমন-

অভীক্ষা

  • ব্যক্তিগত অভীক্ষা (Individual Test)
  • দলগত অভীক্ষা (Group Test)

.ব্যক্তিগত অভীক্ষা (Individual Test)

যে ধরনের অভীক্ষাসমূহ এক সময়ে কোনো একজন ব্যক্তির ওপর প্রয়োগ করা যায় তাকে ব্যক্তিগত অভীক্ষা বলা হয়। এই ধরনের অভীক্ষায় কোনো একজন দক্ষ প্রয়োগকর্তা (trained tester) কোনো একজন ব্যক্তির এককভাবে অভীক্ষা নিয়ে থাকেন।

• দলগত অভীক্ষা (Group Test) : যে ধরনের অভীক্ষা একসঙ্গে একাধিক ব্যক্তির ওপর প্রয়োগ করা যায় তাকে দলগত অভীক্ষা বলা হয়। 

উদাহরণ :  ব্যক্তিগত অভীক্ষা : বিঁনে সাইমন টেস্ট এক ধরনের ব্যক্তিগত অভীক্ষা ৷

দলগত অভীক্ষা : আর্মি আলফা টেস্ট এক ধরনের দলগত অভীক্ষা ] ব্যক্তিগত ও দলগত বুদ্ধি অভীক্ষার পার্থক্য : এই দুই অভীক্ষার পার্থক্য হল-

(i) প্রয়োগ প্রকৃতি :

ব্যক্তিগত অভীক্ষা : এই ধরনের অভীক্ষা একক সময়ে একক ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়।
দলগত অভীক্ষা : এই ধরনের অভীক্ষা একসঙ্গে একাধিক ব্যক্তির ওপর দলগত ভাবে প্রয়োগ করা হয় ।

(i) পারস্পরিক সম্পর্ক :

ব্যক্তিগত অভীক্ষা : এখানে অভীক্ষক ও ব্যক্তির সম্মুখ উপস্থিতি ও পারস্পরি সুসম্পর্ক থাকা প্রয়োজন।
দলগত অভীক্ষা : এখানে তার প্রয়োজন থাকে না।

 -----------------------

Category of aspiration:-

(Classification of Psychological) Psychologists have long ago classified aspirations. Generally, any kind of psychological research can be divided into two parts in terms of its applied nature. For example-


aspiration

Individual Test
Group Test

Individual Test:

Aspirations that can be applied to one person at a time are called personal aspirations. In this type of testing, a skilled tester (trained tester) tests a person individually.

• Group Test: The type of test that can be applied to more than one person simultaneously is called group test.

Example: Personal Test: Binney Simon test is a type of personal test
Group Intelligence: Army Alpha Test is a type of Group Intelligence] Difference between Individual and Group Intelligence Intelligence: The difference between these two intelligences is-


(i) Nature of Application :

Personal Aspiration: This type of aspiration is applied to a single person at a single time.

Group Aspiration: This type of aspiration is applied to several individuals simultaneously in a group manner.

(i) Correlation :

Personal interview: Here the interviewer and the person need to have a good relationship and face to face.

Group Aspiration: It is not needed here.