পারদর্শিতার অভীক্ষারগুরুত্ব

১. এই অভীক্ষার সাহায্যে শিক্ষার্থীদের বিষয় ও শ্রেণীভিত্তিক পারদর্শিতা পরিমাপ করা যায়।

২. এই অভীক্ষার দ্বারা শিক্ষার্থীদের কোন বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন হয়েছে তা জানা যায়।

৩. যে বিশেষ শ্রেণির জন্য অভীক্ষা তৈরী করা হয়, সেই শ্রেণীর পাঠ্য বিষয়ের সমস্ত দিকে পারদর্শিতা পরিমাপ করার জন্য নির্দিষ্ট আদর্শায়িত প্রশ্ন বা উদ্দীপক নির্বাচন করা হয়৷

৪. পারদর্শিতার অভীক্ষা তৈরির জন্য বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে হয় এবং এই পদ্ধতি বিশেষ পরিশ্রমসাধ্য। কিন্তু একবার কোনো বিষয়ের একটি অভীক্ষা তৈরী করতে পারলে সর্বজনীনভাবে প্রয়োগ করা হয়।

                                                                        বঙ্গানুবাদ

Importance of aspiration for excellence

1. With the help of this test, students' subject and class-wise proficiency can be measured.


2. Through this aspiration, it is known how much knowledge the students have acquired in any subject.


3. Specific standardized questions or stimuli are selected to measure proficiency in all aspects of the subject for the particular class for which the test is designed.


4. A variety of techniques are used to create mastery aspirations, and this approach is particularly laborious. But once an aspiration of a subject can be created it is applied universally.