উত্তর :-
প্রস্তাবনার সংজ্ঞা :
বর্তমানে সমস্ত দেশের লিখিত সংবিধানের শুরুতেই একটি প্রস্তাবনা বা মুখবন্ধ থাকতে দেখা যায়। কোনো দেশের সংবিধান রচয়িতাগণ সংবিধানের দ্বারা যে সমস্ত আদর্শ ও লক্ষ্যকে বাস্তবায়িত করার চেষ্টা করেন প্রস্তাবনায় তারই একটা ইঙ্গিত দেওয়া হয়।
১৭৮৭ সালে সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের সূচনার একটি প্রস্তাবনা সংযুক্ত হয়। আদর্শ, উদ্দেশ্য ও দর্শনকে অল্পকথায় এবং ভাবগম্ভীর শব্দের মাধ্যমে প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে।
১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনের পর প্রস্তাবনায় পরিবর্তন ঘটে। অতএব বর্তমান প্রস্তাবনা যেরূপে আমাদের সামনে রয়েছে তা হলো - আমরা ভারতের জনগণ : ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সূচনায় “আমরা ভারতের জনগণ শব্দগুলো সংযুক্ত হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ভারতের প্রত্যেক সার্বভৌম ক্ষমতার অধিকারী।
→ সার্বভৌম' :
প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। সার্বভৌম শব্দটির অর্থ হলো ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাপারে স্বাধীন। ভারত কমনওয়েলথের সদস্য হলেও তার দ্বারা ভারতের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হয় না। কমনওয়েলথের সদস্যপদ যেমন সে স্বেচ্ছায় গ্রহণ করেছে, তেমনি স্বেচ্ছায় পরিত্যাগ করতে পারে।
'সমাজতন্ত্র : ১৯৪৭ সালের ৪২ তম সংশোধনের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে।
→ 'ধর্মনিরপেক্ষ' : ৪২-তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হলো ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই ও ধর্মের ব্যাপারে রাষ্ট্র সম্পূর্ণ নিরপেক্ষ। ভারতে সকল ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে সমান সুযোগ দানের নীতি গ্রহণ করা হয়েছে।
→ 'গণতন্ত্র' : ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে অভিহিত করা হয়েছে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র হলো রাষ্ট্রনৈতিক গণতন্ত্র। ভারতে প্রতিনিধিত্বমূলক এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে।
→ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব :
সাধারণভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্যকে উপেক্ষা করা যায় না।
সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ :
ভারতীয় সংবিধানের কার্যকরী অংশের কোনো শব্দ বা বাক্যের অর্থ সুস্পষ্ট না থাকলে ওই অংশের অর্থ পরিস্ফুট করার জন্য প্রস্তাবনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবিধানের অস্পষ্টতা দূরীকরণের ক্ষেত্রে প্রস্তাবনার গুরুত্ব অসীম।
→ সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য :
সংবিধানের প্রস্তাবনার অন্যতম গুরুত্ব হল— সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য বুঝতে প্রস্তাবনা সাহায্য করে। প্রস্তাবনার মাধ্যমে সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয় - . The pre- amble reflects ideas and aspirations of our constitution
→ সংবিধানের দার্শনিক ভিত্তি :
সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি। সংবিধান প্রণেতাগণ সংবিধান রচনার ক্ষেত্রে যে সমস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন, প্রস্তাবনার মধ্যে তার সুস্পষ্ট প্রকাশ পরিলক্ষিত হয়।
→ সংবিধানকে উপলব্ধি করার চাবিকাঠি : সংবিধানের প্রস্তাব না সংবিধানকে উপলব্ধি করার চাবিকাঠি। সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে প্রস্তাবনা সংবিধানকে উপলব্ধি করার বিষয়ে প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে।
*মূল্যায়ন:- ভারতীয় সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ প্রস্তাবনা। এমন প্রস্তাবনা বিশ্বের খুব কম দেশের সংবিধানে সংযোজিত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় থাকা সাম্য, উদারনৈতিক গণতন্ত্র, স্বাধীনতা। ন্যায়ের আদর্শের তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অধ্যাপক বার্কার ।
বঙ্গানুবাদ
Answer :-
Definition of proposition:
At the beginning of the written constitution of all countries there is a preamble or preamble. The preamble gives an indication of the ideals and goals that the framers of the constitution of a country try to implement through the constitution.
In 1787, the first preamble to the Constitution of the United States of America was appended. The ideals, objectives and philosophy are presented in the preamble in short and poignant words.
After the 42nd constitutional amendment in 1976, the preamble changed. Therefore the present Preamble as it stands before us is – We the People of India : The words “We the People of India” have been appended to the preamble of the Indian Constitution. By this it is meant that everyone in India has sovereign powers.
→ Sovereign':
The preamble declares India as a sovereign, socialist, democratic, secular, commonwealth. The word sovereign means that India is independent in internal and external affairs. Even though India is a member of the Commonwealth, India's sovereignty is not undermined by it. Membership of the Commonwealth may be voluntarily renounced as it has voluntarily accepted.
'Socialism: The word socialist was added in the preamble to the 42nd amendment of 1947.
→ 'Secular' : The word secularism was added to the Preamble of the Constitution by the 42nd Amendment. The term secular means that India has no state religion and the state is completely neutral regarding religion. India has adopted the policy of providing equal opportunity to people belonging to all religions.
→ 'Democracy': India is called a democratic state in the preamble of the Indian Constitution. Democracy in narrow sense is political democracy. Representative and parliamentary democracy has been introduced in India.
→ Importance of Preamble to Indian Constitution:
The importance and significance of the Preamble to the Indian Constitution in general cannot be ignored.
Disambiguation of the Constitution:
Preambles are particularly important in clarifying the meaning of an operative part of the Constitution of India when the meaning of any word or sentence is not clear. The importance of the Preamble in removing the ambiguity of the Constitution is immeasurable.
→ Objectives of the framers of the Constitution:
One of the importance of the Preamble of the Constitution is that the Preamble helps to understand the intention of the framers of the Constitution. The ideals and aspirations of the constitution are revealed through the preamble - . The pre-amble reflects ideas and aspirations of our constitution
→ Philosophical Basis of Constitution:
The Preamble to the Constitution is the philosophical foundation of the Indian Constitution. The social, political and economic sentiments which guided the framers of the Constitution in drafting the Constitution are clearly expressed in the Preamble.
→ Key to understanding the Constitution: The key to understanding the Constitution is not the proposal of the Constitution. The Preamble as the most valuable part of the Constitution serves as the initial step towards understanding the Constitution.
*Evaluation:- Preamble is the most valuable part of Indian Constitution. Very few countries in the world have incorporated such preambles into their constitutions like the preamble of the Indian Constitution on equality, liberal democracy, freedom. Professor Barker has eloquently praised his ideals of justice.
0 Comments